বাংলা হান্ট ডেস্কঃ মহাশিবরাত্রির দিনে উড়িষ্যার এক প্রসিদ্ধ ক্ষুদ্র শিল্পী এল ঈশ্বর রাও (L Eswar Rao) পেনসিলের মাথায় একটি শিবলিঙ্গ বানান। ওই শিবলিঙ্গের দীর্ঘতা ০.৫ ইঞ্চি মাত্র। আশাকরি আপনি এত ছোট শিবলিঙ্গ দেখেন নি কোনদিনও। এল ঈশ্বর রাও ভুবনেশ্বর থেকে ২০ কিমি দূরে অবস্থিত জাতনি গ্রামের বাসিন্দা।
ওনার এই অতিব সুন্দর শিল্প দেখে মানুষ অবাক হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় ওনার এই শিল্পের ছবি ভাইরাল হওয়ার পর চারিদিকে ওনার অনেক প্রশংসা হচ্ছে।
ঈশ্বর রাও বলেন, এই কাজ অনেক ঝুঁকিপূর্ণ ছিল। এই কাজ করতে গিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জের সন্মুখিন হতে হয়। আর এই কাজে সবথেকে মুশকিল ছিল চারটি সফট স্টোনকে ছোট একটি বোতলে ফিক্স করা।
উনি জানান ওই বোতলে ফিক্স করার জন্য দুই দিন সময় লেগেছিল ওনার। তবে এই কাজ যে তাড়াহুড়োর কাজ না সেটাও বলেন তিনি। রাও বলেন, অনেকদিনের অভ্যাস আর একাগ্রতার পরই এই কাজ করা সম্ভব।