বাংলা হান্ট ডেস্কঃ ওড়িশার (Odisha) ক্ষমতাসীন বিজু জনতা দল (Biju Janata Dal) মঙ্গলবার দিল্লি পরিষেবা বিলে কেন্দ্র সরকারকে সমর্থন ঘোষণা করেছে। এছাড়া বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করবে বলেও জানিয়েছে নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) দল। BJD হল YSRCP কংগ্রেসের পর দ্বিতীয় দল যারা দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল সরকার (সংশোধনী) বিল, ২০২৩-এ কেন্দ্রকে সমর্থন ঘোষণা করেছে। এটি আম আদমি পার্টি, কংগ্রেস এবং বিরোধী জোটের জন্য একটি ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। রাজ্যসভায় বিজেডির নেতা সস্মিত পাত্র বলেছেন, তার দল বিলটিকে সমর্থন করবে। তিনি এও জানিয়েছেন যে, তাঁরা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেব।
সংসদ সদস্যদের তিন লাইনের হুইপ জারিঃ বিজু জনতা দল (BJD) লোকসভা এবং রাজ্যসভা উভয়েই তাদের সাংসদের জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। রাজ্যসভায় বিজেডির নয় জন সাংসদ রয়েছে। উচ্চকক্ষে ওয়াইএসআর কংগ্রেসেরও নয়জন সাংসদ রয়েছে। উভয় দলের মোট ১৮ জন সাংসদের সমর্থনে বিলটি হাউসে পাস হওয়া প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ না হলেও রাজ্যসভায় বিজেপি সহজেই সাফল্য পাবে।
আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন জোটের অংশ না হওয়া সত্ত্বেও উভয় দলই প্রায়ই সংসদে সরকারকে সমর্থন করেছে। রাজ্যসভায় ক্ষমতাসীন এনডিএ-র ১০০’ও বেশি সাংসদ রয়েছে। সরকারের কাছে মনোনীত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থন রয়েছে। এই দুই দলের সমর্থনে সরকার ২৩৮ সদস্যের উচ্চকক্ষে বিলটি পাস করার জন্য যথেষ্ট সংখ্যা পেয়ে গিয়েছে।
একজন সিনিয়র নেতা জানিয়েছেন যে ২৬টি বিরোধী দলের জোট ‘I.N.D.I.A’ ছাড়াও , ভারত রাষ্ট্র সমিতি (BRS) এবং কপিল সিবালের মতো কিছু স্বতন্ত্র সাংসদ বিলের বিরুদ্ধে ভোট দিতে পারেন। তাদের মোট সংখ্যা প্রায় ১০৯ হবে। হাউসের মোট শক্তি ২৪৩, কিন্তু এখনও কিছু শূন্যপদ রয়েছে। বিরোধী জোটের ২৬টি দলের মধ্যে অন্তত ১৮টির রাজ্যসভায় উপস্থিতি রয়েছে। তাদের ১০১ জন সংসদ সদস্য রয়েছে।
লোকসভায় বিজেপির নিজস্ব ৩০৫ সদস্য রয়েছে, তাই বিল বা অনাস্থা প্রস্তাবে বিরোধীরা সরকারের জন্য কোনও সমস্যা তৈরি করতে পারবে না। নিম্নকক্ষে বিজেডির ১২ জন সদস্য রয়েছে।