হেলমেট না পরে লরি চালানোর দায়ে জরিমানা ১০০০ টাকা! পুলিশের কেচ্ছা ফাঁস

বাংলাহান্ট ডেস্কঃ বাইক চালানোর জন্য হেলমেট ( Helmet ) বাধ্যতামূলক দেশের সমস্ত জায়গায়। কিন্তু লরি চালানোর জন্যও যে হেলমেট লাগে তারই প্রমান দিল এবার ওড়িশা পুলিশ। সম্প্রতি হেলমেট না পরে লরি চলানোর দায়ে এক ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা করল ওড়িশা পুলিশ ( Odisha Police )।

ভারতের রাস্তাঘাটে কতই না রঙ বেরঙের কাণ্ড দেখতে মেলে। তেমনই এক কাণ্ড ঘটল এবার ওরিশায়। সেখানে ট্রাক চালক প্রমোদ কুমার সোরেন ( Pramad Kumar Swaren )  আরটিও অফিসে ( RTO Office ) যায় তার গাড়ির ড্রাইভিং পারমিট রিনুয়ালের ( Driving Permit Renewal ) জন্য।

সেখানে গিয়ে যখন সে রিনুয়ালের কথা জানায়, তখন সে জানতে পারে তাকে ১০০০ টাকা জরিমানা ( Rs.1000 Fine ) করা হয়েছে। তবে কীসের জন্য ? হেলমেট না পরে লরি চালানোর দায়ে তাকে করা হল এই জরিমানা। যা দেখে তাজ্জব হয়ে যায় ট্রাক চালক ( Truck Driver ) সোরেন।

screenshot zeenews.india .com 2021.03.18 16 46 52

খবর অনুযায়ী, যখন সে এ নিয়ে আরটিও আধিকারিকদের সঙ্গে কথা বলতে যায় এবং এর কারণ জানতে চায়, তখন কোনও আধিকারিকের কাছ থেকে সে সদুত্তর পায়নি বলে জানা যাচ্ছে, এমনকি তাকে জোর করে ১০০০ টাকা ফাইন দিতে বাধ্য করা হয় বলেও খবর।

সামনে আসা রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে যে, সোরেন জল সরবরাহের কাজে বিগত ৩ বছর ট্রাক চালিয়ে আসছে। তবে কোনও দিন এমন কাণ্ডের সম্মুখীন না হয়ে সে জানায়, আরটিও আধিকারিকদের থেকে সদুত্তরের পাওয়ার আসায় তাকে হয়রানির শিকার হতে হয়।

এমনকি সে আরও দাবি করে যে, তার কাছ থেকে যে জরিমানা আদায় করা হয়েছে, সেটি শুধুমাত্র সাধারণ মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায়ের অজুহাত মাত্র। এমনকি সরকারের কাছে সে আবেদন জানিয়েছে যে, ‘ সরকারের উচিত এই সমস্ত অন্যায় গুলিকে থামানো।


সম্পর্কিত খবর