কর্মী এবং আধিকারিকদের রাত ১২টা পর্যন্ত করতে হবে কাজ, পদ সামলাতেই অ্যাকশনে নয়া রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটে নয়া রেল মন্ত্রীর দায়িত্ব সামলাতেই অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) অ্যাকশনে নেমেছেন। মোদী সরকারের নয়া রেল মন্ত্রী বৃহস্পতিবার নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন, আর দায়িত্ব কাঁধে নিতেই তিনি নিজের অফিস স্টাফদের কাজের টাইমিং বদলে দেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের কার্যালয়ে আধিকারিক আর কর্মচারীদের দুটি শিফটে কাজ করার নির্দেশ দিয়েছেন।

রেলমন্ত্রীর দফতর থেকে জারি আদেশ অনুযায়ী, প্রথম শিফট সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টেয় শেষ হবে। আর দ্বিতীয় শিফট দুপুর ৩টে থেকে শুরু হয়ে মধ্যরাত ১২টায় শেষ হবে। রেম মন্ত্রালয়ের এডিজি পিয়ার ডিজে নারায়ণের মতে, এই নির্দেশ শুধু মন্ত্রী কার্যালয়ের জন্য জারি করা হয়েছে। প্রাইভেট রেলওয়ে স্টাফদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

নারায়ণ বলেন, রেল মন্ত্রী নির্দেশ দিয়েছেন যে মন্ত্রীর দফতরের সমস্ত কার্যালয় আর কর্মচারী তৎকাল প্রভাবে দুটি শিফট সকাল ৭টা থেকে বিকেল ৪টে আর দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করবেন। মন্ত্রী নির্দেশপত্রে লিখেছেন, রেলওয়ের জন্য এখনও অনেক কাজ করা বাকি, আর প্রতিটি মিনিটই দামি।

কার্যভার সামলানোর পর নতুন রেলমন্ত্রী বলেন, রেলওয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাকাঙ্খার গুরুত্বপূর্ণ অংশ, ওনার উচ্চাকাঙ্খা বাস্তব করার কাজ করব। তিনি বলেন, রেলওয়ের মাধ্যমে মানুষের জীবন বদলে দিতে হবে যাতে সাধারণ মানুষ, কৃষক আর গরিবরাও রেলের সুবিধাভোগ করতে পারে।

আমাদের জানিয়ে দিন যে প্রাক্তন আইএএস অফিসার বৈষ্ণবকে রেলমন্ত্রী, যোগাযোগমন্ত্রী এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রীর পদে নিয়োগ করা হয়েছে। এর আগে রেলমন্ত্রক পীযূষ গোয়েলের অধীনে ছিল, ওনাকে এখন বাণিজ্য ও শিল্প, ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং টেক্সটাইল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর