পাকিস্তানে নিখোঁজ হয়নি দুই ভারতীয় আধিকারিক, ওনাদের এই অভিযোগে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ!

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) ইসলামাবাদ (Islamabad) পুলিশ ভারতীয় হাই কমিশনের দুই অফিসারকে গ্রেফতার করেছে। সুত্র অনুযায়ী, দুই আধিকারিককে হিট অ্যান্ড রান মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযোগ দুজনে এক রাস্তায় চলা ব্যাক্তিকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। পাকিস্তানি মিডিয়া পুলিশের সুত্র থেকে খবর পেয়ে এই খবর সামনে এনেছে।

Big breaking: পাকিস্তানে নিখোঁজ ভারতীয় হাইকমিশনের দুই আধিকারিক; ঘনিয়ে উঠছে রহস্য

গ্রেফতার হওয়া দুজনেই CISF এর অফিসার। দুজনের বিরুদ্ধে হিট অ্যান্ড রানের অভিযোগ করা হয়েছে। যদিও এই মামলায় তাঁরা খুব শীঘ্রই জামিনে ছাড়া পেয়ে যাবেন।

ইসলামাবাদের দুই CISF  আধিকারিকদের পিটিভি চ্যানেলে দেখানো হয়েছে। সুত্র অনুযায়ী, দুর্ঘটনায় এক ব্যাক্তি জখম হয়েছে। আর এই দুর্ঘটনার অভিযোগের ভিত্তিতে দুজনকে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেছে। এই গ্রেফতারির পর ভারতে বিদেশ মন্ত্রালয় পাকিস্তানের সিডিএ-কে সমন করেছে। পাকিস্তানি মিডিয়ার খবরের উপর ভিত্তি করে বিদেশ মন্ত্রালয় পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আপত্তি জাহির করেছে।

বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, ভারতীয় আধিকারিকদের সাথে যেন কোন প্রকারের প্রতারণা না করা হয়। পাকিস্তানের দায়িত্ব হল ভারতীয় আধিকারিকদের সুরক্ষার বন্দোবস্ত করা আর এই সমস্যার সমাধান কূটনৈতিক ভাবে করা। পাকিস্তানকে বলা হয়েছে যে, দুই আধিকারিকদের গাড়িতে বসিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাই কমিশনে পৌঁছে দেওয়া।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতার ভারতীয় আধিকারিকদের সাথে ভারতের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনি এই দুই আধিকারিকদের সাথে পাকিস্তানে কার্যকারী হাই কমিশনারের সাথেও যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর