ব্রেকিং খবরঃ আন্তর্জাতিক বাজারে ৩০% কমল কাঁচা তেলের দাম! ভারতের বাজারে হুহু করে কমবে পেট্রোল-ডিজেলের দাম

বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের (Crude Oil) দাম ৩০ শতাংশ কমে গেছে। রাশিয়ার সাথে সৌদি আরবের প্রাইস ওয়ার শুরু হওয়ার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এতটা পরিমাণে কমেছে। ১৯৯১ এর পর কাঁচা তেলের দামে এটাই সবথেকে বড় পতন। এছাড়াও করোনা ভাইরাসের প্রকোপে তেলের চাহিদা কমেছে, এই কারণেই তেলের দাম কমে গেছে।

আন্তর্জাতিক বাজারে ৩১.০৫ শতাংশ দাম কমে ৩১.০২ ডলার প্রতি ব্যারেল হয়েছে। ১৭ জানুয়ারি ১৯৯১ এর পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে এতটা কমে গেলো তেলের দাম। আরেকদিকে আমেরিকার ক্রুড অয়েল কোম্পানি তাঁদের তেলের দাম ২৭.৪ ডলার কমিয়ে ৩০ ডলার প্রতি ব্যারেল করেছে।

আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কম হওয়ার কারণে ভারতের বাজারেও তেলের দাম কমবে। ভারতের বাজারে প্রতি লিটার পেট্রোল-ডিজেল (petrol diesel rate) ৫ থেকে ৬ টাকা পর্যন্ত কমে যাবে। কেডিয়া কমোডিটিজ এর ডায়রেক্টর অজয় কেডিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমার প্রভাব ভারতেও দেখা যাবে। তবে লিটার প্রতি ৫ থেকে ৬ টাকার বেশি তেলের দাম কমবে না। কারণ আমেরিকার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা অনেকটাই কমজোর।

Koushik Dutta

সম্পর্কিত খবর