বিশ্ববাজারে দাম কমা সত্বেও টানা 11 দিন পরেও ভারতে কমল না তেলের দাম

বাংলাহান্ট ডেস্কঃ আজ টানা এগারো দিন, সরকারী চালিত জ্বালানী খুচরা বিক্রেতারা পেট্রোল (Petrol) এবং ডিজেলের দাম কমায় নি। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এই সপ্তাহে টানা চারবার কমেছে এবং এ মাসে এ পর্যন্ত আন্তর্জাতিক দাম প্রায় 45% কমেছে।

over 60000 petrol pumps in india 45 jump in 6 years

এই মাসে এ পর্যন্ত, ভারতে পেট্রোলের দাম প্রতি লিটার ২.৩ টাকা  কমেছে এবং ডিজেলের দাম ২.২ টাকা লিটারে কমেছে। কেন্দ্রীয় সরকার যদি জ্বালানির উপরে শুল্ক আরোপ না করত তবে 3 টাকার বেশি কমে যেত।

কিছুদিন আগেই, ফিনান্স বিলে একটি সংশোধনী এনে আবগারি শুল্ক সীমা বৃদ্ধির অনুমোদন দেয়। যার ফলে পেট্রোল এবং ডিজেলের উপর 8 টাকা অবধি শুল্ক আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ার সুবিধা পেট্রোল এবং ডিজেলের দামে পাওয়া যাবে না।
প্রসঙ্গত, গত ১৪ ই মার্চ, সরকার পেট্রল ও ডিজেলের উপর শুল্কের মূল্য প্রতি লিটারে তিন টাকা বাড়িয়েছিল। তিন টাকার এই বৃদ্ধির ফলে সরকার চলতি অর্থবছরে ৪০,০০০ কোটি ভারতীয় টাকা অতিরিক্ত রাজস্ব পাবে বলে আশা করা হচ্ছে।

ad

সম্পর্কিত খবর