স্যালারি ৮০ হাজার! শুধু ইন্টারভিউটা ক্র্যাক করলেই কেল্লাফতে! কীভাবে অ্যাপ্লাই করবেন এই সংস্থায় ?

বাংলাহান্ট ডেস্ক : কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করল ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা,অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited)। ড্রিলিং ইঞ্জিনিয়ার,সিভিল ইঞ্জিনিয়ার সহ আরো বিভিন্ন পদে আবেদন গ্রহণ করতে চলেছে এই কোম্পানি। কারা আবেদন করতে পারবেন, আবেদন করবেন, যোগ্যতা, বয়সের সীমা, বাছাই প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদন থেকেই জেনে নিন।

কর্মী নিয়োগ (Recruitment) শুরু অয়েল ইন্ডিয়া লিমিটেডে (OIL)

কোম্পানির নাম – অয়েল ইন্ডিয়া লিমিটেড(OIL)

শূন্যপদের নাম-  সিভিল ইঞ্জিনিয়ার, রেলিং ইঞ্জিনিয়ার, ভূতত্ত্ববিদ, রসায়নবিদ।

মোট শূন্যপদ- ০৭ টি

চাকরির স্থান- ভারতের যেকোন স্থানে।

আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন জানাতে হবে।

আরোও পড়ুন : Google Pay থাকলেই রোজ হাতে আসবে ২ হাজার! অবাক হলেন? দেখুন ঘরে বসেই কীভাবে ইনকাম হবে

শিক্ষাগত যোগ্যতা:-

ড্রিলিং ইঞ্জিনিয়ার: আগ্রহী প্রার্থীরা এই পদে আবেদন করতে গেলে, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেট্রোলিয়াম কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করা বাধ্যতামূলক।

রসায়নবিদ: যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে চান তাদের BE / B.Tech অথবা রসায়নে স্নাতক ডিগ্রী থাকতে হবে।

ভূতত্ত্ববিদ: ভূতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রী অথবা জিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রী থাকলেই এই পদে আবেদন করা যাবে।

সিভিল ইঞ্জিনিয়ার: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রী অর্জন করলে তবেই আবেদন করা যাবে।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! গঙ্গায় নামছে প্লেন! সাক্ষী বালি-দক্ষিণেশ্বর! জানেন আসল কেসটা কী?

বয়স সীমা:- অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স কমপক্ষে ২৪ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

আবেদন প্রক্রিয়া:- যে সকল চাকরি প্রার্থীরা উল্লিখিত পদগুলিতে আবেদন করতে চাইছেন তাদের অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিলেই, প্রয়োজনীয় নথিপত্র দেখে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে চাকরির ক্ষেত্রে।

ইন্টারভিউ গ্রহণের ঠিকানা: মহানদী বেসিন প্রকল্প (পূর্বে বে এক্সপ্লোরেশন প্রকল্প) অয়েল ইন্ডিয়া লিমিটেড IDCO টাওয়ার, ৩য় তলাজনপথ, ভুবনেশ্বর – ৭৫১০২২ওড়িশা, ভারত

66166ee68e960 upon examination a hole was observed on the flow path from the x mass tree and the same is under in 105012922 16x9 1

আবেদনের তারিখ – ১৬/০৮/২০২৪

ইন্টারভিউর তারিখ – ১৬/০৮/২০২৪

নিয়োগ প্রক্রিয়া:- ২০২৪ এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, সরাসরি ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে চাকরিতে নিয়োগ (Recruitment) করা হবে বলে জানিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর