ব্রাত‍্য অঙ্কুশ, বার কাউন্টারের উপরে উঠে হবু শ্বশুরের সঙ্গে উদ্দাম নাচ ‘বার্থডে গার্ল’ ঐন্দ্রিলার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার দিনটা ছিল অঙ্কুশ হাজরার (Ankush Hazra) কাছে খুব স্পেশ‍্যাল একটা দিন। এদিন যে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) জন্মদিন। সকাল সকাল চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে প্রেমিকার ঘুম ভাঙিয়েছেন তিনি। সেই ভিডিও ইতিমধ‍্যেই ভাইরাল। রাতে ছিল নাইট ক্লাবে হুল্লোড় ভরা পার্টি। সেখানে প্রেমিককে ছেড়ে হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে নাচলেন ঐন্দ্রিলা।

অঙ্কুশের হবু স্ত্রীর জন্মদিনের পার্টিতে কার্যত চাঁদের হাট বসেছিল। টলিউড থেকে টেলিউড, বাকি ছিলেন না কোনো তারকাই। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, দেব, যিশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, নীল ভট্টাচার্য, শুভশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, গৌরব দেবলীনা, মন্ত্রী সুজিত বসুরা। নিজেদের ছবির হিট গানে নেচেছেন দেব ও সোহম।


তবে এ রাতের শো স্টপার ছিলেন ঐন্দ্রিলা ও অঙ্কুশের বাবা। গোলাপি শর্ট ড্রেসে মোহময়ী সাজে ধরা দিয়েছিলেন বার্থডে গার্ল ঐন্দ্রিলা। বার কাউন্টারের উপরে উঠে গানের তালে হবু শ্বশুরমশাইয়ের সঙ্গে নেচেছেন অভিনেত্রী।


বৃহস্পতিবার ঐন্দ্রিলার জন্মদিনে একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে বিছানায় বসে রয়েছেন তিনি। আর দুলতে দুলতে গাইছেন ‘হ‍্যাপি বার্থডে টু ইউ’। হঠাৎ করেই ঐন্দ্রিলাকে ‘গোরিলা’ বলে ডেকে ওঠেন তিনি। শুনেই তো অভিনেত্রীর চোখ ছানাবড়া।

https://www.instagram.com/reel/CbzsOdKlpFp/?utm_medium=copy_link

সঙ্গে সঙ্গে ভুল শুধরে নিয়ে প্রেমিকাকে বিছানায় ফেলে চুমুতে চুমুতে ভরিয়ে দেন অঙ্কুশ। এদিকে ঐন্দ্রিলার তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। চুমুর অত‍্যাচারে কাঁদো কাঁদো মুখ তাঁর। মজার ভিডিওতে আরো মজার ক‍্যাপশন দিয়েছেন অঙ্কুশ। সম্পর্কের ১১ বছ‍র হয়ে গেলে এমন পরিস্থিতিই হয়, মন্তব‍্য অভিনেতার।

দীর্ঘ ১১ বছর ধরে ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। এর আগে বিয়ের প্রসঙ্গে অভিনেতা জানিয়েছিলেন, এখনি এখনি না করলেও যখনি করবেন সম্পূর্ণ বাঙালি রীতিতেই বিয়ে করবেন। তবুও প্রিয় জুটির নতুন সফরের খবর জানতে উৎসুক হয়ে রয়েছে অনুরাগীরা।

সম্পর্কিত খবর

X