হাতির সঙ্গে তুলনা করে কুৎসিত ট্রোল, ১০ কেজি ওজন কমিয়ে সপাটে জবাব দিলেন স্লিম ঐন্দ্রিলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ওজন ঝরাতে উঠেপড়ে লেগেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (oindrila sen)। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করছেন, ডায়েট মেনে খাবার খাচ্ছেন। আগেকার ঐন্দ্রিলার সঙ্গে এখনকার ঐন্দ্রিলার মিল খুঁজতে গেলে চমকে যাবেন! বাড়তি মেদ ঝরিয়ে একেবারে স্লিম ট্রিম লুকে অনুরাগীদের সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ঐন্দ্রিলার সোশ‍্যাল মিডিয়ার দেওয়াল ভরে গিয়েছে শরীরচর্চার ছবি ও ভিডিওতে। সাম্প্রতিক কয়েকটি ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর ওজন কমানোর পরের লুক। এখনো পর্যন্ত নাকি ১০ কেজি ওজন ঝরিয়েছেন ঐন্দ্রিলা! এখানেই থামতে রাজি নন তিনি। জানালেন, আরো ৭ কেজি কমানোর পরিকল্পনা রয়েছে।


কিন্তু হঠাৎ ওজন কমানোর ধুম কেন অভিনেত্রীর? এ বিষয়ে নানা মুনি নানা মত জাহির করছেন। কারোর বক্তব‍্য, ঐন্দ্রিলা ওজন ঝরাচ্ছেন মানে খুব শিগগিরি অঙ্কুশ হাজরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন দুজন। এতদিন লিভ ইন করতেন অঙ্কুশ ঐন্দ্রিলা। সম্প্রতি বেশ কিছুদিন ধরে জুটির বিয়ের গুঞ্জনে উত্তাল নেটপাড়া।

https://www.instagram.com/reel/CS9KS6NlApY/?utm_medium=copy_link

এমনকি কিছুদিন আগে একটি সাঙ্কেতিক পোস্ট করে গুঞ্জন আরো উসকে দিয়েছিলেন অঙ্কুশ। কিন্তু পরে জানা যায়, ঐন্দ্রিলা নন তাঁর পরিবারের নতুন সদস‍্য একটি গাড়ি। অবশ‍্য অঙ্কুশ ঐন্দ্রিলা দুজনেই জানিয়েছেন বিয়ে করলে সকলেই জানতে পারবেন সেটা। তাই অভিনেত্রীর ওজন কমানোর পেছনে আরো একটি কারণ খুঁজে পাচ্ছেন নেটিজেনদের একাংশ।


তাদের মতে ট্রোলের জবাব দিতেই এত পরিশ্রম ঐন্দ্রিলার। বেশ কিছুদিন আগে স‍্যান্ডি সাহার একটি মন্তব‍্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল। ঐন্দ্রিলার পোস্ট করা একটি ছবিতে হাতির ছবি কমেন্ট করেছিলেন স‍্যান্ডি, যা দেখে অনেকেই দাবি করেছিলেন অভিনেত্রীকে হাতির সঙ্গে তুলনা করেছেন স‍্যান্ডি। বিতর্কের রেশ অনেকদিন পর্যন্ত ছিল। তাই অনেকে মনে করছেন স‍্যান্ডিকে উচিত জবাব দিতেই মেদ ঝরিয়ে স্লিম হচ্ছেন ঐন্দ্রিলা।

https://www.instagram.com/p/CT6J9jhoK7v/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CUCvj1olCkq/?utm_medium=copy_link

যদিও অভিনেত্রীর দাবি, শুধুমাত্র ফিট থাকতেই এত পরিশ্রম তাঁর। লকডাউনে ঘরে বসে থেকে প্রচুর বাড়তি মেদ জমে গিয়েছিল। কিন্তু নিউ নর্মালে নতুন জীবন শুরু হচ্ছে। এমন অবস্থায় ফিট থাকাটা খুব জরুরি। তাই এত ঘন ঘন জিমে গিয়ে ঘাম ঝরানো।

সম্পর্কিত খবর

X