বন্ধুত্বকে কুর্নিশ! ক‍্যানসার আক্রান্ত ঐন্দ্রিলার মনোবল বাড়াতে নেড়া হলেন অভিনেত্রীর প্রিয় বান্ধবী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয়েছিল অসহ‍্য যন্ত্রণা। আশঙ্কা সত‍্যি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (oindrila sharma) জীবনে আবারো ফিরে এসেছে ক‍্যানসার (cancer)। আর এবারো মারণ রোগের বিরুদ্ধে মন শক্ত করে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছেন তিনি। বিশেষ বন্ধু সব‍্যসাচী তো ছিলেনই। এবার এই লড়াইয়ে আরো এক বন্ধুকে পাশে পেলেন ঐন্দ্রিলা।

অভিনেত্রীর প্রিয় বান্ধবী পারমিতা সেনগুপ্তও তাঁর মনোবল বাড়ানোর জন‍্য নিজের চুল কেটে নেড়া হয়ে গিয়েছেন। বান্ধবীর ছবি পোস্ট করে ঐন্দ্রিলা জানিয়েছেন, তিনি কার্যত বাকরুদ্ধ। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছু বন্ধুত্ব এরকমও হয়’।


নিজের নেড়া হওয়ার পরের একটি মিষ্টি ছবিও পোস্ট করেছেন ঐন্দ্রিলা। ক‍্যাপশনে লিখেছেন, ‘চুলেই নারীর সৌন্দর্য, আর নয়’। কমেন্ট বক্সে অনুরাগীদের ঢল নেমেছে। সকলেই একবাক‍্যে বলেছেন, ঐন্দ্রিলার মনের জোরকে সত‍্যিই কুর্নিশ জানাতে হয়।

https://www.instagram.com/p/CMlWu-SDXYh/?igshid=17dpvqkomfv8h

https://www.instagram.com/p/CMlwyzuDMc6/?igshid=1fmhhsq6b55yb

২০২০ ও ২০২১ এর দুটি ছবি পাশাপাশি কোলাজ করে পোস্ট করেছেন সব‍্যসাচীও। ২০২০র ছবিতে লম্বা চুলে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। তবে দুটি ছবিতেই তাঁর মুখের হাসি অমলিন। দুই ছবিতেই ঐন্দ্রিলাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন সব‍্যসাচী। পাঁচ মাসে কতটা পরিবর্তন হয় তা এই ছবিতেই বুঝিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CMlyomzhc9B/?igshid=1a50pgntepj7b

প্রসঙ্গত, প্রথমবার কেমো নিয়েই নিজের শুটিং জগতে ফিরে আসেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর অদম‍্য মনের জোর ও সাহসকে কুর্নিশ জানান সকলেই। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন ঐন্দ্রিলা। ছোট করে কাটা চুল ও শাড়িতে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। ক‍্যাপশনে লেখেন, ‘প্রথম সাইকেলের পর শুটিং ফ্লোরে প্রথম দিন।’ তবে দ্বিতীয় কেমো নেওয়ার জন‍্য ফের দিল্লি উড়ে গিয়েছেন ঐন্দ্রিলা।

X