গাড়ির পিছনে লেখা থাকে ‘OK TATA’! রতন টাটার সাথে কোনভাবে সম্পর্কিত নাকি? জানেন আপনি ?

বাংলাহান্ট ডেস্ক : রাস্তাঘাটে বহু ট্রাক বা লড়ির পিছনে  ‘OK TATA’ লেখাটি খুবই কমন। তবে অনেকেই হয়ত জানেন না এই কথার অর্থ কী? কারোর কারোর মতে টাটা সংস্থার ট্রাক নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্যই এই লেখা। তবে এই ধারণা একদমই ভুল। আপনারা জানলে হয়ত অবাক হবেন এই লেখার সাথে যোগ রয়েছে রতন টাটার।

ট্রাকে লেখা থাকে ‘OK TATA’

টাটা সংস্থা বড় ট্রাক ছাড়াও তৈরি করে থাকে চার চাকা গাড়ি। তবে টাটা সংস্থার তৈরি অন্যান্য গাড়িতে  ‘OK TATA’ লেখা সাধারণত দেখা যায় না। এটা একদমই ঠিক যে শুধুমাত্র টাটা সংস্থার তৈরি ট্রাকেই লক্ষ্য করা যায়  ‘OK TATA’ লেখাটি। এই শব্দটির অর্থ হল সেই ট্রাকটিকে পরীক্ষা করা হয়েছে এবং গাড়ির অবস্থা ভালো রয়েছে।

Ok TATA

টাটা সংস্থার গুণগত মান অনুযায়ী এই ট্রাক মেরামত করা হয়েছে। এই শব্দ দুটি টাটা সংস্থা নিজেরাই লিখে দিয়ে থাকে ট্রাকের পিছনে। সংস্থার নীতিগত কারণের উদ্দেশ্যেই এই শব্দটি তৈরি করেছে টাটা মোটরস। তবে সময়ের নিয়মে রীতিমত এই শব্দ পরিণত হয়েছে ব্র্যান্ডে। একটা ছোট শিশুও বলে দিতে পারবে এই লেখা কোথায় থাকে।

আরোও পড়ুন : খেল খতম! ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে বাদ পড়ল পাকিস্তান

টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি হিসাবে যাত্রা শুরু করা সংস্থার নাম পরবর্তীকালে টাটা মোটরস রাখা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি ভারতীয় সেনাদের একটি ট্যাংক তৈরি করে দিয়েছিল। সেটির নাম ছিল টাটানগর ট্যাংক। ১৯৫৪ সালে মার্সিডিজ-বেঞ্জের সঙ্গে গাটছড়া বেঁধে টাটা গোষ্ঠী (TATA Group) বাণিজ্যিক গাড়ি তৈরি শুরু করে।

OK TATA 3

১৯৯১ সালে টাটা গোষ্ঠী (TATA Group) প্রথম যাত্রীবাহী গাড়ি টাটা সিয়েরা তৈরি করে। পরবর্তীকালে টাটা মোটরসের টাটা এস্টেট এবং টাটা সুমো ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে ভারতের অটোমোবাইলস সেক্টরে শীর্ষস্থান দখল করে নেয় টাটা। বলাই বাহুল্য রতন টাটার নেতৃত্বে টাটা মোটরস একের পর এক ইতিহাস সৃষ্টি করেছিল।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর