এবার মার্কেট কাঁপাবে ওলা! আসছে দেশের প্রথম ই-বাইক, জানেন কবে লঞ্চ হচ্ছে?

বাংলাহান্ট ডেস্ক : বেশকিছু দিন ধরে শোনা যাচ্ছিল এবার দেশের বাজারে ওলা লঞ্চ করতে চলেছে বৈদ্যুতিন বাইক (Electric Bike)। তবে সেই বাইক কবে থেকে কিনতে পাওয়া যাবে সেই বিষয়ে কোনো খবর ছিল না। এবার ওলার (Ola) সিইও ভবীশ আগরওয়াল জানালেন দেশের প্রথম বৈদ্যুতিন বাইক লঞ্চের দিনক্ষণ। তিনি এই তথ্য দিয়েছেন বোর্ড অফ ডিরেক্টরসের একটি সাংবাদিক সম্মেলনে।

ওলার (Ola) ইলেকট্রিক বাইকের (Electric Bike) লঞ্চ

বাজার এখন সরগরম ওলা ইলেকট্রিকের আইপিও নিয়ে। এই আবহেই জানা গেল, ওলার (Ola) বৈদ্যুতিন বাইক বাজারে আসতে চলেছে ২০২৫ সালের শুরুর দিকেই। ওলার সিইও ভবীশ আগরওয়াল ২৯ জুলাই সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০২৫ সালের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে ওলার (Ola) ইলেকট্রিক বাইক।

আরোও পড়ুন : ভারতের জাতীয় ফুল পদ্ম, পাকিস্তানের টা জানেন কি? শুনলে পাবে হাসি

আগামী ১৫ আগস্ট ওলার ইভেন্টে এই বাইক সংক্রান্ত তথ্য জানানো হবে। ভবীশ আগরওয়াল চেষ্টা করছেন ইলেকট্রিক দু চাকার গাড়ির হাত ধরে ওলাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বর্তমানে ওলার (Ola) এস ওয়ান প্রো, এস ওয়ান এয়ার, এস ওয়ান এক্স বৈদ্যুতিন স্কুটার বাজারে উপলব্ধ। এই বৈদ্যুতিন স্কুটারগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে বাজারে। তবে আপাতত তাদের অগ্রাধিকার হবে ইলেকট্রিক দু চাকার ইলেকট্রিক বাইক।

91d5d0f0e185faa15ffe68dcaa7d190217221704521641071 original

ওলার সিইও (Chief Executive Officer) ভবীশ আগরওয়াল এদিন জানান, ভবিষ্যতে ভারতে নির্মিত বৈদ্যুতিন মোটরসাইকেলের ব্যাটারিও তৈরি হবে এই দেশেই। এই সাংবাদিক সম্মেলনে বলা হয়, সবথেকে বড় ইভি ব্যাটারি থাকতে চলেছে তাদের এই ইলেকট্রিক বাইকে। এদিনের সাংবাদিক বৈঠকে ওলার সিইও ভবীশ আগরওয়াল ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ির পরিকল্পনাও জানান।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর