দুর্ধর্ষ লুক, দুর্দান্ত ফিচার্স! ১৫ অগাস্ট লঞ্চ হচ্ছে Ola-র Electric Motorcycle, দাম মাত্র এত টাকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার এবং বাইকের ব্যবহার। এমতাবস্থায়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার ওপর ভর করে একের পর এক দুর্ধর্ষ ইলেকট্রিক বাইক সামনে আনছে সংস্থাগুলি। এমনিতেই, বৈদ্যুতিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হিসেবে Ola Electric ইতিমধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, এবার ওই সংস্থা আগামী ১৫ অগাস্ট তার বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে Ola Electric:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Ola Electric তাদের বার্ষিক “সংকল্প ২০২৪” প্রোগ্রামে এই মোটরসাইকেলটি লঞ্চ করতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর মাধ্যমে Ola Electric প্রথমবারের মতো ইলেকট্রিক বাইকের সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে।

Ola Electric motorcycle is going to be launched this time.

টিজার দেখেই বাড়ছে কৌতূহল: Ola Electric-এর তরফে এখনও পর্যন্ত এই নতুন ইলেকট্রিক মোটরসাইকেল সম্পর্কে অধিকাংশ তথ্য গোপন রাখা হলেও এই প্রসঙ্গে একটি টিজার সামনে নিয়ে এসেছে সংস্থাটি। যেখানে নিশ্চিতভাবে জানানো হয়েছে যে, আগামী ১৫ অগাস্ট লঞ্চ করা হবে এই বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক মোটরসাইকেলটি। পাশাপাশি, ওই টিজারটি প্রত্যক্ষ করে গ্রাহকদের মধ্যেও তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। তবে, ওই বৈদ্যুতিক মোটরসাইকেলটি এই বছর বিক্রির জন্য উপলব্ধ হবে কি না সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: সঙ্গে রাখুন ছাতা-রেনকোট! বঙ্গে এবার দাপট দেখাবে বৃষ্টি, এই জেলাগুলিতে রয়েছে বিপর্যয়ের সম্ভাবনা

রয়েছে দুর্ধর্ষ ফিচার্স: জানিয়ে রাখি যে, লঞ্চের আগে এই ইলেকট্রিক মোটরসাইকেলের ফিচার্স সম্পর্কে খুব বেশি তথ্য সামনে না এলেও টিজার থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়েছে। পাশাপাশি, এটাও বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রিক বাইকে থাকবে দুর্ধর্ষ কিছু ফিচার্স। বাইকটিতে দু’টি LED স্ট্রিপ সহ দু’টি LED লাইট দেওয়া হয়েছে। এছাড়াও, ট্যাঙ্ক শ্রোডস সহ একটি হ্যান্ডেলবারও টিজারে দেখানো হয়েছে। এছাড়াও, টিজার দেখে মনে করা হচ্ছে যে এই বাইকটি হবে Ola Electric-এর এন্ট্রি লেভেলের রোডস্টার মোটরসাইকেল। যেটি ডায়মন্ড টাইপ স্প্লিট ডাবল ক্রেডেল ফ্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: এই অফবিট গ্রামেই শুটিং হয়েছে আপনার প্রিয় সিনেমার! দুর্গাপুজোয় আসুন ঘুরে, ভরে যাবে মন-প্রাণ

কত হবে দাম: এবারে আসি Ola Electric-এর এই বৈদ্যুতিক বাইকটির দামের প্রসঙ্গে। অনুমান করা হচ্ছে যে, এই মোটরসাইকেলটি ১.৫ লক্ষ টাকার বেশি দামে বাজারে পাওয়া যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর