বাংলাহান্ট ডেস্ক : ভারতের বাজারে ক্রমবর্ধমান ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) চাহিদা নজর এড়াচ্ছে না টু হুইলার নির্মাণকারী সংস্থাগুলির। দেশের বিরাট সংখ্যক মধ্যবিত্ত গ্রাহকের কথা মাথায় রেখে একের পর এক বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে একাধিক সংস্থা। ভারতের বাজারে শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার সংস্থাগুলির অন্যতম ওলা।
মার্কেট কাঁপাচ্ছে ওলার ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)
এবার দেশের তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে ওলা লঞ্চ করল তাদের নতুন মডেল Ola S1 Z। সংস্থার দাবি, তাদের নয়া ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) মডেল আগামী দিনে স্থায়ী আসন করে নিতে চলেছে টু হুইলার প্রেমীদের মনে। একবার ফুল চার্জ দিলে ১৪৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে Ola S1 Z। তারই সাথে থাকছে একাধিক অত্যাধুনিক ফিচার্স।
আরও পড়ুন : ‘ভোটব্যাঙ্কের জন্য শাসক শিবিরকে রামনবমী পালন করতে হচ্ছে’! রামনবমীতে বিস্ফোরক সুকান্ত মজুমদার
দামে কম হলেও, S1 Z মডেলটিতে একাধিক স্মার্ট প্রযুক্তি যুক্ত করেছে সংস্থা। ১.৮৫ kWh ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং ২.৭ kW -এর একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর পারফরম্যান্সের ক্ষেত্রে মডেলটিকে করে তুলেছে অনন্য। সংস্থার দাবি, তাদের নয়া এই ইলেকট্রিক স্কুটার একবার ফুল চার্জ দিলে, অনায়াসে ১৪৮ কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে সক্ষম। বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক স্কুটার ক্ষেত্রে আপনার সেরা বিকল্প হতে পারে Ola S1 Z।
আরও পড়ুন : বাংলাদেশ-পাকিস্তানের উপরে ফের ভিসা নিষেধাজ্ঞা এই দেশের, আইন না মানলেই ৫ বছরের সাজা!
একাধিক দুর্দান্ত স্মার্ট প্রযুক্তি সম্বলিত এই স্কুটারের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে মাত্র ৫৯,৯৯৯ টাকা থেকে। Ola S1 Z-এর টপ মডেলটির এক্স শোরুম মূল্য মাত্র ৬৪,৯৯৯ টাকা। এমনকি মাসিক কিস্তিতেও Ola S1 Z কেনার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে ওলা। মাত্র ৬ হাজার টাকার ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে আসতে পারেন এই ইলেকট্রিক স্কুটার। বার্ষিক ৯.৭ শতাংশ হারে ৩ বছর পর্যন্ত EMI সুবিধা পেয়ে যাবেন গ্রাহক।
প্রতিমাসের নামমাত্র টাকা কিস্তির বিনিময়ে আজই কিনতে পারেন আপনার স্বপ্নের এই বৈদ্যুতিক যান। প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ওলা জানিয়েছে, তাদের S1 Z মডেলটির প্রারম্ভিক এক্স শোরুম মূল্য মাত্র ৫৯,৯৯৯ টাকা। বার্ষিক ৯.৭% সুদের হারে থাকছে ফাইন্যান্সের সুবিধা। সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই অপশন পাবেন গ্রাহকরা। সেক্ষেত্রে মাসিক মাত্র ১,৭২৯ টাকার বিনিময়েই হয়ে উঠতে পারেন এই স্কুটারের মালিক।