আচমকাই ভাগ্য ফিরলো শিখর ধাওয়ানের! অবসরের দোরগোড়া থেকে ফিরে ভারতকে নেতৃত্ব দেবেন গব্বর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) টেস্ট বা ওডিআই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। ক্যারিবিয়ান সফরের ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড এখনো ঘোষিত হয়নি। কিন্তু ওই ফরম্যাটে আরও আগে থেকেই নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। তাই কিছুদিন আগেও মনে করা হচ্ছিলো যে দেশের জার্সিতে তার কেরিয়ারের ইতি ঘটে গিয়েছে। তবে আচমকাই তার সামনে খুলে গেল একটা নতুন সুযোগ। শুধু ভারতীয় দলের হয়ে খেলা নয়, ফের একবার তাকে দলের নেতৃত্বের ভার দিতে চলেছে বিসিসিআই (BCCI)।

আসন্ন এশিয়ান গেমস টুর্নামেন্টে ক্রিকেট একটি অংশ হতে চলেছে। এবং অনেক বিচার বিবেচনার পরে বিসিসিআই শেষ পর্যন্ত পুরুষ ও মহিলা দুই দলকেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাঠাতে পারে। চিনে আয়োজিত ওই টুর্নামেন্ট আরম্ভ হবে সেপ্টেম্বর মাসে। তার আগে জুলাইয়ে আয়োজিত বৈঠকে বিসিসিআই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এখনো অবধি সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে সেই অনুসারে জানা যাচ্ছে যে পূর্ণ শক্তির মহিলা ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে অংশ নেবে। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে তেমনটা হবে না কারণ অক্টোবর মাসের শুরু থেকেই আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ। তাই শোনা যাচ্ছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন একটি দ্বিতীয় সারির দলকে ওই টুর্নামেন্ট খেলতে পাঠাতে পারে ভারত।

dhawan team india

চলতি বছরের শুরুর দিক থেকে শিখর ধাওয়ানকে বাদ দিয়ে রোহিত শর্মা তরুণ ক্রিকেটারদের নিজের ওপেনিং জুটি হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে গত ৪-৫ বছরে শিখর ধাওয়ানের ওডিআই পরিসংখ্যান রোহিত শর্মার চেয়ে অনেকটাই বেশি উন্নত। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে রোহিত শর্মা খুব একটা বেশি অ্যাওয়ে ম্যাচ না খেলেও শেষ তিন বছরে তার ওডিআই গড় ৪২। আর সেই জায়গায় শিখর ধাওয়ান বেশ কয়েকটি বিদেশ সফরের পরেও নিজের গড় ৪৭ ধরে রেখেছেন।

ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা অবশ্য ধাওয়ানের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের বেশিরভাগ সময় জুড়ে যখন ভারতের প্রধান ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, তখন অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের দিয়ে সমৃদ্ধ একটি দলকে ওডিআই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। সেই কথা মাথায় রেখেই হয়তো তাকে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর