সঙ্গিনীকে নিয়েই বৃদ্ধের এভারেস্ট জয়! বয়স্ক দম্পতির অদম্য ইচ্ছাকে কুর্নিশ নেটদুনিয়ার

বাংলাহান্ট ডেস্ক : যে বয়সটাতে আর পাঁচ জন সাধারণ বৃদ্ধ দম্পতি অবসর জীবন যাপন করেন সেই বয়সে এভারেস্ট সফর করলেন এক বয়স্ক দম্পতি। সাধারণত কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর অনেক মানুষের মনে গ্রাস করে হতাশা। জগতের অনেক কিছুই তাদের মনে অনিহার সৃষ্টি করে। কিন্তু কিছু মানুষ আছেন যারা বয়সটাকে শুধুমাত্র একটি সংখ্যা ভাবেন। হাজার প্রতিকূলতাকে দূর করে এগিয়ে চলেন নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে।

সম্প্রতি এমনি এক বৃদ্ধ দম্পতির এভারেস্ট সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ তাঁর স্ত্রীকে নিয়ে চড়লেন এভারেস্টে। বয়স্ক দম্পতির এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া। মাউন্ট এভারেস্ট পৃথিবীর অন্যতম দূর্গম একটি গন্তব্যস্থল। সহজে কেউ সেই জায়গায় যেতে পারে না। পৃথিবীর সর্বোচ্চ শিখরে যাওয়ার পথে বেশ ক্যাম্প পর্যন্ত পৌঁছানো অনেক বড় ব্যাপার হয়ে ওঠে। তাই এমন বহু মানুষ আছেন যারা সারা জীবন মাউন্ট এভারেস্টের ছবি ও ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটান।

কিন্তু তাদের মধ্যে ব্যাতিক্রমী হলেন এই বৃদ্ধ দম্পতি। বয়সের তোয়াক্কা না করে চেষ্টা করলেন পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছানোর। সমুদ্র স্তর থেকে ১৭ হাজার ফুট উচ্চতায় ওঠার সাহস দেখালেন এই দম্পতি। এই বৃদ্ধ দম্পতির দুটি ভিডিও সম্প্রতি instagram এ ভাইরাল হয়েছে অ্যান্ডি থাপা নামের একটি একাউন্ট থেকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে নেমে বয়স্ক এই দম্পতি একেবারে চোখের সামনে শ্বেতশুভ্র এভারেস্টকে উপভোগ করছেন।

বয়স্ক ব্যক্তিটি লাঠি নিয়ে হাঁটছেন আর হাত দিয়ে ধরে রয়েছেন তাঁর স্ত্রীকে। পাইলট অ্যান্ডি থাপা ক্যামেরাবন্দি করেছেন সেই দুর্লভ মুহূর্তটিকে। কিন্তু এই বয়সে এত বড় অভিযানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা মোটেই সহজ ছিল না তাঁদের পক্ষে। এ প্রসঙ্গে পাইলট জানিয়েছেন, স্বামীর বিষয় আশ্বাস দেন বয়স্ক মহিলাটি। পাইলট জানিয়েছেন, এই অভিযানের জন্য তাঁরা ঝুঁকি নিতেও প্রস্তুত ছিলেন।

https://www.instagram.com/reel/Cjxv7iMDUk9/?igshid=NDk5N2NlZjQ=

Instagram এ ভিডিও শেয়ার করে অ্যান্ডি লিখেছেন, “শুভেচ্ছা এই সুন্দর দম্পতিকে… আরও ১০০ বছর বেঁচে থাকুন আপনারা দুজন… স্মৃতি তৈরি করতে ও পৃথিবীকে অনুপ্রাণিত করতে থাকুন এভাবে।” এই বয়স্ক দম্পতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাঁদের নাতি-নাতনিরা বলেছেন, “এনারা হলেন আমার দাদু ঠাকুমা। এটি ছিল তাঁদের সারা জীবনের স্বপ্ন। তাঁদের অন্যান্য স্বপ্নগুলো যাতে পূর্ণ হয় সেই কামনা করি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর