৩৫ বছর ধরে ১ টাকায় ইডলি বেচছেন বৃদ্ধা, লকডাউনেও বাড়াননি দাম

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে মাত্র ১ টাকায় ইডলি (idli) বেচছেন তামিলনাড়ুর (tamil nadu) বছর একাশির কামালাথাল (kamalathal)। দৈনিক মজুরির শ্রমিকদের জন‍্য প্রতিদিন খোলে তাঁর এই ‘অন্নপূর্ণার ভাণ্ডার’। মাত্র ১টাকায় ইডলি, সাম্বার, চাটনি দিয়ে শ্রমিক মানুষগুলোকে পেট পুরে খাওয়ান এই দিদা। লকডাউনেও (lockdown) একই রকম ভাবে চলছে তাঁর দোকান। দাম বাড়েনি এক পয়সাও।
তামিলনাড়ুর পেরুর কাছে একটি গ্রামে থাকেন একাশি বছরের কামালাথাল। প্রতিদিন সূর্যোদয়ের আগেই শুরু হয়ে যায় তাঁর দিন। বাড়িতেই চলে তাঁর ইডলির দোকান। দিন আনা দিন খাওয়া মানুষদের জন‍্য টাকায় একটি ইডলি, সাম্বার ও চাটনি বিক্রি করেন তিনি। দরিদ্র মানুষগুলো যাতে ভরা পেটে দিন শুরু করতে পারে সেই জন‍্যই এই দাম রেখেছেন বৃদ্ধা।

images 2020 05 09T153609.279

আগে মাত্র ৫০ পয়সায় ইডলি বিক্রি করতেন কামালাথাল। কিন্তু জিনিসপত্রের দাম বাড়াতে ৫০ পয়সা বাড়িয়ে ইডলির দাম এক টাকা করেছেন তিনি। এমনকি এই লকডাউনের বাজারে যেখানে সবকিছুরই দাম অগ্নিমূল‍্য, সব জয়গায় কালোবাজারি সেখানে কামালাথালের ইডলির দাম এখনও এক টাকা। এই প্রসঙ্গে তিনি জানান, লাভ তিনি করতে চান না বরং মানুষকে খাইয়েই আনন্দ পান তিনি।
প্রসঙ্গত, অনেকদিন ধরেই এই কাজ করে আসলেও গত বছর হঠাৎ করেই প্রচারের আলোয় আসেন কামালাথাল। তাঁর এই মহানুভবতার কথা জানতে পেরে ধন‍্য ধন‍্য পড়ে যায় নেটদুনিয়ায়। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম‍্যান আনন্দ মাহিন্দ্রা কামালাথালের প্রশংসা করে টুইট করেন। তাঁর ব‍্যবসায়ে বিনিয়োগ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর