আরো এক দশরথ মাঝি; ৩০ বছর ধরে একা হাতে খাল কেটে ৩০০০ মানুষের সুবিধা করে দিলেন বৃদ্ধ

Published On:

বিহারের (bihar) দশরথ মাঝির গল্প আমরা কমবেশী সকলেই জানি। নাওয়াজ উদ্দিন সিদ্দিকি (nawaz uddin Siddique) অভিনীত ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ সিনেমাটি তার জীবনকে আধার করেই নির্মিত। দশরথের সাথে আরো এক মানুষের নাম এই মুহুর্তে উচ্চারিত হওয়া উচিত তিনি হলেন লোঙ্গি ভু্ঁইয়া (longi vuiya)। একা হাতে ৩০ বছর ধরে খাল কেটে ৩০০০ মানুষের সুবিধা করে দিয়েছেন তিনি৷

দশরথ মাঝি

বিহারের গয়ার বাসিন্দা লোঙ্গি ভূঁইয়ার একা হাতে নির্মিত এই খাল ঐ এলাকায় চাষবাসের ক্ষেত্রে জলের সমস্যা মেটাবে। ক্ষেতগুলি প্রচুর পরিমাণে জল পাবে।

লোঙ্গি ভুঁইয়া

তার পরিবারের লোকজন জানিয়েছেন, ভূইয়া প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে বনে গিয়ে একা একাই খাল কাটতেন। তার এই কাজে বাধাও দেন পরিবারের লোকজন কারণ সেখান থেকে কোনো উপার্জন ছিল না, তবুও তিনি দমে যান নি। দশরথের মত তিনিও সকলের বিরুদ্ধে একাই কাজ চালিয়ে গেছেন

তিনি জানান আগে তিনি কৃষিকাজ করতেন৷ কিন্তু জলের কারনে ফলন ভালো ছিল না। তার নিজের ছেলে সহ আরো অনেকে শহরে চলে যায় উপার্জনের জন্য। তিনি বুঝেছিলেন একমাত্র জলই পারে এই উদ্বাস্তু হওয়া আটকাতে। আজ তার কাটা খালের কারনে ৩ গ্রামের ৩০০০ লোক উপকৃত হবে। শস্য শ্যামল হয়ে উঠবে প্রকৃতি।

ভুঁইয়া জানিয়েছেন তার পরিবারের লোকজন তাকে বার বার বারন করেন৷ এমনকি লোকে তাকে পাগলও বলতে কিন্তু আজ যখন তিনি সফল তখন তারাই তাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।

 

 

X