জনপ্রিয় হিন্দি গানে তুখোড় নাচ দাদুর, ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভাও পরিস্ফুট হয়েছে।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এই ভিডিওটি দাদুর ভিডিও নামেই বেশি পরিচিতি পেয়েছে। কারন ভিডিওতে দেখা গিয়েছে হিন্দি গানের সঙ্গে জমিয়ে নাচছেন এক দাদু। জোশ ছবির ‘হারে হারে হাম তো দিল সে হারে’ গানের সুরে নাচতে দেখা গিয়েছে দাদুকে। কে কি বলল, কি ভাবল সেসবকে থোড়াই কেয়ার করে নিজের মন মতো নেচেছেন দাদু। তাঁর নাচ দেখে বাহবাও পড়েছে বেশ।

cbae2421 725a 48f7 8fdb 26fa94dcd096

এমন ভিডিও যে ভাইরাল হবে সোশ‍্যাল মিডিয়ায় তা বলাই বাহুল‍্য। বয়সটা যে শুধুমাত্র একটা সংখ‍্যা সেই কথাটাই আবারো প্রমাণ করে দিয়েছে এই ভিডিও। নেটিজেনরাও তাই মন খুলে প্রশংসা করেছেন দাদুর নাচের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিডিওর লাইক। প্রচুর মানুষ শেয়ারও করছেন এই ভিডিও। এক কথায় , দাদু এখন রীতিমতো সোশ‍্যাল মিডিয়ার তারকা বনে গিয়েছেন।

https://www.facebook.com/dipesh.jana.501/videos/777965056059613/

প্রসঙ্গত, জোশ ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খান, ঐশ্বর্র রাই বচ্চন, প্রিয়া গিল ও চন্দ্রচূড় সিংকে। ওই সভয় বেশ জনপ্রিয় হয়েছিল এই ছবি। সেই সঙ্গে চবির গানটিও মন জিতেছিল সকলের। সেই গান যে এখনও সমান জনপ্রিয় রয়েছে তা এই ভিডিওর মাধ‍্যমেই স্পষ্ট।

Niranjana Nag

সম্পর্কিত খবর