বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোট মিটতেই পরের দিন রঙের উৎসব দোলে মেতে ওঠে গোটা রাজ্য। সে দিনও এবার উঠে এল রাজনৈতিক হিংসার (Political Clash) ছবি। বিজেপি (BJP) লেখা গেরুয়া টি-শার্ট পরায় এবার প্রৌঢ়কে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয় সিঁথি থানা (Sinthi PS) এলাকায়। ওই ঘটনায় প্রৌঢ়ের ১৫ বছরের মেয়ের উপরও চড়াও হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, দোলের দিন সিঁথি ক্লাবের সামনে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন প্রৌঢ় ও তাঁর মেয়ে। তাখন ক্লাবের সামনে খেলা হচ্ছিল দোল এবং বাজছিল ‘খেলা হবে’ গানও। সেই সময় বিজেপি লেখা টি-শার্ট পরা নিয়ে শুরু হয় বচসা, পরে তা হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। অভিযোগ, ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় প্রৌঢ় ও তাঁর মেয়ের সাইকেল টেনে ধরা হয়, তারপর তাঁদেরকে সাইকেল থেকে নামিয়ে মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় বিজেপি লেখা টি-শার্টও।
এমনকি বাবাকে বাঁচাতে গেলে তাঁর ১৫ বছরের মেয়ের উপরও হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। তার চোখের তলায় আঘাতের চিহ্নও রয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূলের দিকে। তবে তৃণমূলের তরফে অভিযোগ একেবারেই অস্বীকার করা হয়।
ঘটনায় সিঁথি (Sithi) থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় জড়িয়ে রয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থক বলে অভিযোগ। তবে তৃণমূলের (TMC) তরফে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি পাল্টা অভিযোগ দায়ের হয় শাসকদলের তরফে। দাবি করা হয় পুরো ঘটনায় সাজানো। তবে পুলিশ তরফে জানানো হয় ইতিমধ্যেই ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত তদন্ত জারি রয়েছে।