বাংলা হান্ট ডেস্ক :নরেন্দ্রপুর থানা এলাকার সোনারগাঁ কৌণিক সোসাইটি এলাকায় স্ট্রিট লাইট জ্বালাতে গিয়ে রাস্তার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর বংশীবদন সাহা নামে ৭১ বছরের প্রৌঢ়ের। স্বামীকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রীও।
সূত্র থেকে জানা যায়, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত বংশীবদন সাহা বাড়ির সামনে লাইটপোস্টের আলোটি জ্বালাতে গিয়ে সুইচে হাত দিতেই ছিটকে পড়েন। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী ছায়া সাহা। কিন্তু জলে নামতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দম্পতির চিৎকারে ছুটে আসেন পড়শি আফজল হোসেন।তিনিই পরে ইলেকট্রিশিয়ান ডেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেন। এরপর তাদের সুভাসগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ায় সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
এলাকাবাসীর অভিযোগ, আগে এই অঞ্চলে জল না জমলেও, সম্প্রতি অন্য জায়গার জমা জল মেশিনে করে সরিয়ে এই অঞ্চলে এনে ফেলা হচ্ছে। যার ফলে এরকম ঘটনার সন্মুখীন হতে হয় এলাকাবাসী দের।