রেল অবরোধ প্রাণ কাড়ল প্রৌঢ়ের! হায়দরাবাদ থেকে চিকিৎসা করিয়ে হাওড়া ফেরার পথে ট্রেনেই মৃত্যু

বাংলাহান্ট ডেস্ক : পয়গম্বর বিরোধী বক্তব্যের বিরুদ্ধে করা রেল অবরোধ প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির। শুক্রবার ঘটনাটি ঘটে হাওড়ার দেউলটি স্টেশনের কাছে। জানা যাচ্ছে, নিজের চিকিৎসার জন্য হায়দরাবাদ গিয়েছিলেন জনৈক কে শ্রীনু। চিকিৎসা করিয়ে শুক্রবার সেকেন্দরবাদ-শালিমার সুপার ফার্স্ট এক্সপ্রেস করে বাড়ি ফিরছিলেন তিনি।

সূত্রের খবর, রেল অবরোধের কারণে দীর্ঘক্ষণ আটকে স্টেশনে আটকে ছিল ট্রেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন লিভারের সমস্যায় ভুগতে থাকা শ্রীনু। ট্রেনটি যখন দেউলটি স্টেশনের কাছে পৌঁছায়, তখনই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি। সেই বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছে পুলিশ।

বিজেপির প্রাক্তন জাতীয় মুখপাত্র নূপুর শর্মার পয়গম্বর-মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদের আঁচে অগ্নিগর্ভ হাওড়ার বিভিন্ন এলাকা। শুক্রবার চেঙ্গাইলে রেল অবরোধের জেরে হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। যার জেরে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শুক্রবার দুপুর ১টা নাগাদ চেঙ্গাইল স্টেশনে অবরোধ শুরু হয়। প্রায় সাত ঘণ্টা পর রেল অবরোধ ওঠে। এর জেরে বাতিল হয় একাধিক লোকাল ট্রেন।

হাওড়ার অশান্তির পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?’


Sudipto

সম্পর্কিত খবর