বাংলাহান্ট ডেস্ক : কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়!” ক্ষুধার জ্বালা মেটাতে মানুষকে যে প্রতিদিন কত সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় তা আমাদের অনেকেরই জানা। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিটি দেখার পর অনেকের মনে জমাট বাঁধছে দুঃখের মেঘপুঞ্জ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে কতগুলি বাইক স্কুটারের সাড়ির সামনে বসে রয়েছেন এক বৃদ্ধ। বৃদ্ধটি যে রীতিমতো দুস্থ তা তার চেহারা দেখলেই বোঝা যায়। মাথায় উশকোখুশকো চুল। গালে কাঁচা পাকা দাড়ি। হাড় বের করা শীর্ণ চেহারা। সেই বৃষ্টির মধ্যেই হাঁটু মুড়ে তিনি বসে ভাত খাচ্ছেন।
বৃষ্টির ফলে যাতে তার ভাত নষ্ট না হয়ে যায় তাই তিনি তার খাবার থালাটি রেখে দিয়েছেন একটি স্কুটারের নিচে। সেখান থেকেই ভাত নিয়ে গালে পুড়ছেন। হৃদয়বিদারক এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে অনেকেরই চোখের কোণে জল এসে গেছে।
https://twitter.com/Gulzar_sahab/status/1568881316166520839?s=20&t=LDU-NlD5TrUkkRDV1YY7hA
‘জিন্দেগি গুলজার হ্যায়’ নামক একটি টুইটার প্রোফাইল থেকে এই বৃদ্ধের ছবি পোস্ট করার সাথে সাথে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। প্রোফাইল ব্যবহারকারী বৃদ্ধের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,”আমরা অনেকেই অনেক সময় আমাদের জীবনযাত্রা নিয়ে অভিযোগ তুলে থাকি। কিন্তু আজকের পর থেকে আমার আর সে অভিযোগ থাকবে না।”