দেনায় জর্জরিত হয়ে বাড়ি বিক্রির সিদ্ধান্ত বৃদ্ধের, ঠিক দু’ঘণ্টা আগে পেয়ে গেলেন ১ কোটির লটারি

বাংলাহান্ট ডেস্ক : এ যেন অনেকটা “গল্প হলেও সত্যি।” যে ধরনের ঘটনা আমরা বইয়ের পাতায় পড়ে বা সিনেমা হলে সিনেমার পর্দায় দেখে অভ্যস্ত ঠিক সেরকম ঘটনাই ঘটলো বাস্তবে। ঋণের দায় বাড়ি বিক্রি করতে যাওয়ার ঠিক আগে কোটি টাকার লটারি জিতে বসলেন কেরালার এক বৃদ্ধ। হ্যাঁ! ঠিকই শুনেছেন! এ কোনো রূপকথার গল্প নয়। নিখাদ বাস্তব। যে বাস্তবের দায় সামলাতে না পেরে নিজের বাড়ি বিক্রি করতে যাচ্ছিলেন এক বৃদ্ধ শিল্পী।

বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে প্রায় সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়ে দাঁড়ায় যে নিজের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু কথায় বলে “রাখে হরি মারে কে!” বাড়ি বিক্রি দু ঘন্টা আগে জানতে পারলেন তিনিই জিতে গেছেন লটারি এক কোটি টাকা পুরস্কার!

ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ে। মহম্মদ বাভার পেশায় একজন চিত্রশিল্পী। বেশ বয়সও হয়েছে তার। বৃদ্ধ শিল্পীর সংসারটাও বেশ বড়। স্ত্রী ছাড়াও সংসারে রয়েছেন চার মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে দিতে পেরেছন। তারপর বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য ঋণের ফাঁদে পড়েন এই বৃদ্ধ। ব্যাংক থেকে ঋণ, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেওয়া ধারের অংক গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ লক্ষ টাকাতে।

এমন অবস্থায় কি করবেন তা ভেবে উঠতে পারছিলেন না এই বৃদ্ধ। চিন্তায় চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল তার। এমন অবস্থায় তিনি সিদ্ধান্ত নেন তার বসতবাড়ি বিক্রি করে মেটাবেন ঋণের টাকা। নিজেরা গিয়ে উঠবেন ভাড়া বাড়িতে। বাড়ি বিক্রির আগে অগ্রিম টোকেন নিতে যাবেন, ঠিক সেদিনই অলৌকিকভাবে হাতে পেয়ে গেলেন লটারি প্রথম পুরস্কার ১ কোটি টাকা।

চিত্রশিল্পী বাভা জানিয়েছেন, “বন্ধুরা লটারি কিনত তাই দেখেই আমিও কিনেছিলাম। টিকিট কোথায় রেখেছিলাম তা ভুলেই গেছিলাম। জ্যাকপট জিতব তা আশাই করিনি।” লটারি জেতার খবর এখনো বিশ্বাস করতে পারছেন না এই বৃদ্ধ। কর বাদ দিয়ে মোট ৬০ লক্ষ টাকা মতো হাতে পাবেন তিনি। বৃদ্ধ চিত্রশিল্পী জানিয়েছেন টাকা হাতে পেলে সেই টাকা দিয়ে আগে ঋণ শোধ করবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর