বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় এমন এমন কিছু ভিডিও ভাইরাল ( Viral Video) হয় যা দেখে আমরা সবাই তাজ্জব বনে যাই। কখনও সেই ভাইরাল ভিডিওগুলো আমাদের শিক্ষা দেয়, আবার কখনও হাসায় বা কাঁদায়। পশু, পাখি, জন্তু, জানোয়ার সহ সমস্ত রকম জীবেরই ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়ে থাকে। আর আজ আমরা এমনই কিছুই এক ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও কবেকার আর কোথাকার তা জানা যায় নি। তবে এটুকু বোঝা গিয়েছে যে, ভিডিওটি বাংলার কোনও এক জায়গার। কারণ ভিডিওতে কিছু মানুষদের বাংলাতেই কথা বলতে শোনা যাচ্ছে। আর তাঁদের বাংলা ভাষা আমাদের রাজ্যের মতই। তাই এই ভিডিও বাংলাদেশ অথবা ভারতের অন্য কোনও রাজ্যের হওয়া সম্ভব নয়।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক বৃদ্ধ মানুষকে মরার খাটিয়াতে বেঁধে সাজিয়ে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তবে শ্মশানে নিয়ে যাওয়ার আগে কোনও এক জায়গায় সেই মরার খাটিয়া রেখে বিশ্রাম করছেন শ্মশান যাত্রীরা। খাটিয়া সমেত মৃতদেহটিকে কড়া রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর সেই সময় ঘটে যায় অবাক এক কাণ্ড। আচমকাই খাটিয়ায় থাকা মরাটিকে নড়াচড়া করতে দেখা যায়।
খাটিয়ায় থাকা মৃতদেহটি নড়াচড়া করে আচমকাই বসে পড়ে খাটিয়ার মধ্যে। গলায় মালা, চোখে দেওয়া তুলসি পাতাও সরাতে দেখা যায় খাটিয়ায় থাকা ওই বৃদ্ধকে। এরপর এক ব্যক্তি এসে খাটিয়ার সমস্ত দড়ি কেটে দেন আর বৃদ্ধ ব্যক্তি আরাম করে খাটিয়ায় বসে মাথা দোলান। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে এটাই প্রথম না, এর আগেও আমাদের দেশে এরকম মরা মানুষকে জ্যন্ত হয়ে দেখা গিয়েছে।