৮০ বছরের বৃদ্ধা মায়ের উপর অমানুষিক অত্যাচার ছেলের! তিন দিন ধরে খাবার,জল না দেওয়ার অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : ৮০ বছরের বৃদ্ধা মায়ের উপর অমানুষিক অত্যাচারের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযোগ তিন দিন ধরে খাবার এমনকি জল অবধি দেওয়া হয়নি বৃদ্ধাকে। দায়িত্ব ঝেড়ে ফেলে তিন দিন ধরে অভুক্ত মাকে টোটো করে বোনের বাড়ি পাঠিয়ে দিল ছেলে। উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকার এই ঘটনা রীতিমতো তাজ্জব করে দিয়েছে সভ্য জগতকে। ঘটনা জানাজানি হতে পুলিশের হাতে গ্রেফতার ছেলে। প্রশাসনের হস্তক্ষেপে হাসপাতালে পাঠানো হয়েছে বৃদ্ধাকে।

অভিযোগ ৮০ বছরের বৃদ্ধা শান্তিলতা ঘোষকে তিন দিন ধরে খেতে দেয়নি তার ছেলে গোপাল ঘোষ। এরপর গত শুক্রবার মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করে বৃদ্ধাকে একটি টোটোতে তুলে দিয়ে সে চালককে নির্দেশ দেয় শান্তি লতা দেবীকে তার বোনের বাড়িতে রেখে আসতে। এরপর চালক বৃদ্ধাকে তার মেয়ে অর্থাৎ গোপালের বোনের বাড়ি নিয়ে গেলে সেও মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করে। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে টোটোর মধ্যেই ভিজতে থাকেন বৃদ্ধা। কোন পথ না পেয়ে শেষে বৃদ্ধাকে নিয়ে অশোকনগর থানায় যায় টোটো চালক। তিন দিন ধরে অভুক্ত থাকায় অসুস্থ হয়ে পড়া শান্তি লতা দেবীকে স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পুলিশের পক্ষ থেকে।

এই বিষয়টিতে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গোপাল ঘোষ। দিনের পর দিন তার মায়ের সাথে মানসিক অত্যাচার সহ খেতে না দেওয়ার গুরুতর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার জামিন অযোগ্য ধারা প্রয়োগ করে গোপালকে বারাসাত আদালতে পেশও করে পুলিশ।jpg 20220910 195215 0000

স্থানীয় সূত্রের খবর,বৃদ্ধা শান্তিলতা ঘোষ অশোকনগর থানার বাঁশপুল এলাকার বাসিন্দা। তার তিন মেয়ে ও এক ছেলে। তিন মেয়েরই বিয়ে হয়ে যাওয়ায় বৃদ্ধা থাকতেন ছেলে গোপালের কাছে। দিনের পর দিন ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছেন এলাকাবাসী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর