বাংলা হান্ট ডেস্ক :বৃদ্ধার মৃত্যু হয়েছে, তাই হাসপাতাল থেকে মৃতদেহকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। শবদেহ বাড়ি নিয়ে এসে উঠেছিল কান্নার রোল। শেষকৃত্য করার জন্য তোড়জোড়ও শুরু হয়েছিল। কিন্তু বাড়ি ফিরে গিয়ে বেঁচে উঠলেন বৃদ্ধা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমে বোলপুরে। তবে বেঁচে ওঠায় ওই বৃদ্ধাকে আবারও বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষনা করা হয়।
এরপর হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ।জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম আনন্দময়ী দাস। বছর 78 –এর ওই বৃদ্ধা কয়েকদিন আগে বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের চিকিত্সকরা ওই বৃদ্ধাকে পরীক্ষা নিরিক্ষা করে মৃত বলে ঘোষনা করে। কিন্তু মৃত আনন্দময়ীকে বাড়িতে নিয়ে যেতেই আবারও জেগে ওঠেন ওই বৃদ্ধা।
এরপর জেগে উঠে জলও খান। তাই তাঁকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজনেরা। অভিযোগ তোলেন সঠিক চিকিত্সার অভাবে তাঁর মৃত্যু হয়েছে।
যদি ঠিক চিকিত্সা হত তাহলে তিনি বেঁচে যেতেন। এই অভিযোগে ব্যাপক ভাঙচুর চালানোর চেষ্টাও করেন ওই বৃদ্ধার পরিবারের লোকজনেরা। তবে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।