টাকার জোর না অন্য কিছু! হাঁটুর বয়সী তরুণীকে বিয়ে করে রোষের মুখে অশীতিপর বৃদ্ধ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভালোবাসা (Love Affair) কোনো নিয়ম মানে না। ভালোবাসা কখনই স্থান কাল পাত্র জাত কিংবা ধর্মের বেড়াজালে আটকে থাকার পাত্র নয়। অসম বয়স থেকে শুরু করে সম লিঙ্গের প্রেম, যুগ যুগ ধরে সমাজ সাক্ষী থেকেছে ভালবাসার নতুন নতুন গল্পের। এখন এমনই এক নবদম্পতির উপর নজর পড়ে গিয়েছে “নীতিপুলিশদের।” সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও (Video)।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে দাদুর বয়সী এক বৃদ্ধকে বরমালা পরিয়ে দিচ্ছেন এক তরুণী। অন্যদিকে, মালা বদল করছেন বৃদ্ধটিও। যদিও কোন শব্দ ছিল না এই ভিডিওটিতে। তাই এই ভিডিওতে কারোর কোন কথা শোনা যায়নি। তবে এটি স্পষ্ট যে এই বিয়ে কোনও অমতে হয়নি। কিন্তু এই ঘটনা কোথায় ঘটেছে সেটিও জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Shekhar Shekhark (@89.70043016)

অসম বয়সের দম্পতির এই ছবি দেখে বহু মানুষ বহু ধরনের মন্তব্য করেছেন। জনৈক একজন লিখেছেন, “অর্থের জোর না ক্ষমতার!” অন্য একজন ব্যবহারকারী বক্তব্য করেছেন, “একটু বিষ দাও আমাকে কেউ। আর কত কিছু দেখতে হবে।” এছাড়াও একাধিক এই ধরনের মজার মজার কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। দ্রুত এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা হান্ট এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X