মারা গেল সবচেয়ে বয়স্ক পুরুষ ওরাংওটাং Rudi Valentino! বয়স হয়েছিল ৪৫ বছর

বাংলা হান্ট ডেস্ক: উত্তর আমেরিকার (North America) সবচেয়ে বয়স্ক পুরুষ ওরাংওটাং Rudi Valentino-র মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৫ বছর। চলতি মাসের শুরুতেই Rudi-র ৪৫ তম জন্মদিন পালন করা হয়। যদিও, শেষপর্যন্ত হিউস্টন চিড়িয়াখানায় প্রাণ হারায় সে। এদিকে, মৃত্যুর কয়েকদিন আগেই তাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মিত হয়।

এই প্রসঙ্গে হিউস্টন চিড়িয়াখানার মুখপাত্র জেসিকা রিস বলেন, রুডির হার্টের সমস্যা ছিল। সে ওষুধও খাচ্ছিল। তবে, মৃত্যুর দিন Rudi-র আচরণ স্বাভাবিক ছিল। সে চিড়িয়াখানায় আগত মানুষের সঙ্গে সময়ও কাটায় বলে জানান তিনি। যদিও, চিড়িয়াখানা বন্ধ করার সময় কর্মীরা দেখেন তার শরীরটি পুরো স্থির ছিল।

এদিকে, জেসিকা আরও বলেন ওইদিন সকালে রুটিন চেকআপের সময় Rudi তার কাছ থেকে অতিরিক্ত কুকিজ চেয়েছিল। সেগুলি খেয়েই সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ বিশ্রামের পর, তার ৫২ বছর বয়সী সঙ্গিনী কেলিকে নিয়ে খাঁচার বাইরের অংশে আসে তারা। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৭৭ সালের ৮ ডিসেম্বর টেক্সাসের ব্রাউনসভিলের গ্ল্যাডিস পোর্টার চিড়িয়াখানায় জন্ম হয় Rudi-র।

পরে Rudi-কে হিউস্টন চিড়িয়াখানায় পাঠানো হয়। এখানে আসার পর সে ওরাংওটাংদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। বর্তমানে Rudi-র ওজন ছিল ১১০ কেজি। অত্যন্ত লাজুক প্রকৃতির ওরাংওটাং ছিল সে। আপাতত হিউস্টন চিড়িয়াখানায় চারটি ওরাংওটাং রয়েছে। উল্লেখ্য যে, ওরাংওটাং এখন প্রায় বিলুপ্তির পথে রয়েছে। এগুলি সাধারণত বোর্নিও এবং সুমাত্রা দ্বীপে পাওয়া যায়। ওরাংওটাংরা ৩০ থেকে ৪০ বছর ধরে বন্য অঞ্চলে বেঁচে থাকতে পারে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হিউস্টন চিড়িয়াখানায় একটি ৫০ বছর বয়সী স্ত্রী ওরাংওটাংও রয়েছে। যার নাম হল শেয়ান। ওরাংওটাংরা সাধারণত দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে না। পাশাপাশি, এই প্রাণীদের পুরুষদের মধ্যে হার্টের রোগ একটি সাধারণ ব্যাপার। এমতাবস্থায়, Rudi অন্যান্য ওরাংওটাংদের তুলনায় বেশিদিন যাবৎ বেঁচে ছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর