বড় খবর! অলিম্পিকে “এন্ট্রি” হল T20 ক্রিকেটের, কতগুলি দল করবে অংশগ্রহণ?

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে ফের অলিম্পিকে এন্ট্রি হল ক্রিকেটের (Olympic-Cricket)। ১৯০০ সালে শেষবার অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই বছর মাত্র ১ টি ম্যাচ খেলা হয়েছিল। এমতাবস্থায়, দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফের প্রত্যাবর্তন ঘটবে ক্রিকেটের। ইতিমধ্যেই আয়োজকরা নিশ্চিত করেছেন যে খেলাটি T20 ফরম্যাটে সম্পন্ন হবে। যেখানে ৬ টি পুরুষ দল এবং ৬ টি মহিলা দল কাঙ্ক্ষিত শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানা গিয়েছে।

অলিম্পিকে (Olympic-Cricket) “এন্ট্রি” হল T20 ক্রিকেটের:

শুধু তাই নয়, ২০৩২ সালে ব্রিসবেনে সম্পন্ন হতে চলা অলিম্পিকেও ক্রিকেটকে (Olympic-Cricket) সামিল করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)-র নির্বাহী বোর্ড ক্রিকেটের জন্য ৯০ জন খেলোয়াড়ের কোটা অনুমোদন করেছে। যার ফলে দলগুলি এই বৃহত্তম ক্রীড়া ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করতে পারবে।

Olympic-Cricket recent update.

এদিকে, অলিম্পিকের যোগ্যতার মানদণ্ড এখনও প্রকাশ করা হয়নি। তবে, আমেরিকা আয়োজক হওয়ায়, তারা সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা রয়েছে। যার ফলে ৫ টি স্থান খালি থাকবে। জানিয়ে রাখি যে, অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিঃসন্দেহে একটি বড় বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। এমতাবস্থায়, এই ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে, ICC চাইবে যে সমস্ত শীর্ষ দল এই খেলাটিকে একটি বড় সাফল্যে পরিণত করার জন্য অংশগ্রহণ করুক।

আরও পড়ুন: মোদীর সাথে বৈঠকের পরেই হল বোধদয়? এবার ইউনূস যা করলেন…..জানলে হবেন অবাক

অলিম্পিকের জন্য যোগ্যতা নির্ধারণ করা যেতে পারে র‍্যাঙ্কিং দ্বারা। সেক্ষেত্রে শীর্ষ ৫ টি দল এবং আয়োজক হিসেবে আমেরিকা অলিম্পিকের (Olympic-Cricket) জন্য যোগ্যতা অর্জন করবে। বর্তমানে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ICC T20 আন্তর্জাতিক পুরুষদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে রয়েছে।

আরও পড়ুন: সর্বনাশ! নিরাপত্তাহীনতায় ভুগছেন রোনাল্ডো, ক্রমশ পাচ্ছেন হুমকি, বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন CR7

অপরদিকে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা মহিলাদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে রয়েছে। তবে, যেহেতু অলিম্পিকের (Olympic-Cricket) এখনও অনেকটাই সময় রয়েছে তাই এই র‍্যাঙ্কিং পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় নিম্ন-র‍্যাঙ্কিং দলগুলি অলিম্পিকে স্বর্ণপদক জয়ের মাধ্যমে তাদের র‍্যাঙ্কিং উন্নত করার ক্ষেত্রেও মনোযোগ দিতে পারবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X