বাংলা হান্ট ডেস্কঃ টোকিও অলিম্পিকে বর্শা ফলকে সোনা গেঁথেছিলেন নীরাজ চোপড়া। আর তারপর থেকেই গোটা দেশ এখন তার প্রেমে মগ্ন, তার যে কোন ভিডিওই সোশ্যাল মিডিয়ায় এখন মারাত্মক ভাইরাল। কিন্তু এবার যে ভিডিও ভাইরাল হল, তাতে নীরজকে দেখা গেল জ্যাভলিন নয় হকিস্টিক হাতে। ৪১ বছর বাদে একবার অলিম্পিক পদক জয় করেছে ভারতীয় হকি দল, তাই এবার কি বর্শা ছেড়ে সেই দলে নাম লেখালেন নীরজও?
না ঘটনাটা মোটেই তা নয়। নীরজের প্রথম ভালোবাসা এখনও জ্যাভলিনই। তাহলে হঠাৎ কেন হাতে তুলে নিলেন হকিস্টিক? আসলে মঙ্গলবার জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির তরফে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে একইসঙ্গে সোনাজয়ী নীরজ চোপড়া এবং ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলকে সংবর্ধিত করা হয়। আর সেই অনুষ্ঠানে গিয়েই শ্রীজেশ, মনপ্রীতদের সঙ্গে হকিস্টিক হাতে মাঠে নেমে পড়েন নীরজ।
প্রসঙ্গত এই সম্বর্ধনা অনুষ্ঠানে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া, টোকিও প্যারালিম্পিক্সে হাইজাম্পে রুপোজয়ী নিশাদ কুমারকেও সম্বর্ধিত করেছে ওই সংস্থা। প্রত্যেক খেলোয়াড়দের হাতেই তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার। সোনাজয়ী নীরজ চোপড়ার হাতে তুলে দেওয়া হয় ৫০ লক্ষ টাকা। একইসঙ্গে ব্রোঞ্জ জয়ী হকি দল পায় ৮৫ লক্ষ টাকা। এছাড়া প্যারালিম্পিকসে রুপোজয়ী নিশাদ কুমারকে ২৫ লক্ষ এবং অলিম্পিকে ব্রোঞ্জ জয় বজরংয়ের হাতে তুলে দেওয়া হয় ১০ লক্ষ টাকা।
#WATCH | Tokyo Olympics gold medalist javelin thrower Neeraj Chopra was seen playing hockey along with bronze medalist Indian men's hockey team players at an event in Jalandhar, Punjab, earlier today. pic.twitter.com/vB5oVcEAfc
— ANI (@ANI) August 31, 2021
টোকিও অলিম্পিকের মতোই প্যারালিম্পিকেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ইতিমধ্যেই সবমিলিয়ে দশটি পদক জয় করে ফেলেছে ভারত। যার মধ্যে রয়েছে দু’টি সোনা পাঁচটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। গতকালও হাইজাম্পের টি ৬৩ বিভাগে রুপো এনে দিয়েছেন মারিয়াপ্পান থাঙ্গাভেল্লু এবং একই বিভাগে ব্রোঞ্জ জিতে নিয়েছেন শরদ কুমারও।