চলছে ২০২৪ সালের অলিম্পিক্স (Olympics)। এবারের এই অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছে প্যারিসে। ১৯২৪ তারপর ২০২৪, দীর্ঘ ১০০ বছর পর আবারও প্যারিসের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক্স। ইতিমধ্যেই এই খেলায় ভারতের ঝুলিতে চলে এসেছে দুটি ব্রোঞ্জ পদক, তাও আবার মনু ভাকের হাত ধরে।
এই অলিম্পিক্স খেলায় (Olympics Game)প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে দেওয়া হয় সোনা, রূপো এবং ব্রোঞ্জের পদক। তবে এই পদকগুলো আসলে ঠিক কি দিয়ে তৈরি করা হয়? অলিম্পিক্সে যে সোনার পদক দেওয়া হয়, তা কিন্তু সম্পূর্ণটাই সোনা দিয়ে তৈরি করা হয় না। তাঁর মধ্যে থাকে অন্য একটি ধাতুর মিশ্রণ।
জানিয়ে রাখি, এই অলিম্পিক্স খেলার বিভিন্ন বিভাগে যে প্রতিযোগী প্রথম স্থান অধিকার করে, তাঁকে সোনার পদক বা মেডেল দেওয়া হয়। তারপর দ্বিতীয় স্থানাধিকারীকে দেওয়া হয় রূপোর পদক এবং তৃতীয় স্থানাধীকারী পেয়ে থাকেন ব্রোঞ্জের পদক। বর্ষ ভেদে এই পদকের নকশা ভিন্ন ভিন্ন হলেও, উপকরণ একই থাকে।
ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির তরফে তৈরি করা সোনার পদক কিন্তু সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয় না। সেখানে ৯২.৫ শতাংশ বিশুদ্ধ রূপো দিয়ে তৈরি করা হয় সোনার পদক। যার মধ্যে অন্তত ৬ গ্রাম ওজনের সোনার সরু সরু পাত বসানো থাকে। ভারতীয় মুদ্রায় এই পদকের মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
অন্যদিকে রূপোর পদকের পুরোটাই খাটি রূপো দিয়ে তৈরি করা হয়। তবে ব্রোঞ্জ পদকের ক্ষেত্রে তামা, লোহা এবং দস্তার প্রয়োজন হয়। সেইসঙ্গে জানিয়ে রাখি, এবারে অলিম্পিক্সের পদকের মাঝে যে ষড়ভুজাকৃতি অংশ রয়েছে, সেটা আইফেল টাওয়ার নির্মিত ১৮ গ্রাম লোহা দিয়ে তৈরি করা হয়েছে।