বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার ছোট্ট গ্রাম থেকে উঠে আসা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এখন গোটা দেশের কাছে একজন নায়ক। তার হাত ধরে ১২১ বছরের খরা কাটিয়ে অ্যাথলেটিক্সে স্বর্ণপদক লাভ করেছে দেশ। ইতিমধ্যেই তার সোনা জয়ের মুহূর্তটিকে অলিম্পিকের সেরা দশটি মুহূর্তের মধ্যে স্থান দেওয়া হয়েছে। অলিম্পিক কমিটি জানিয়েছে নীরজের সোনা জয়ের মুহূর্ত অর্থাৎ তার সেই অবিশ্বাস্য জ্যাভলিন থ্রোকে রাখা হয়েছে ষষ্ঠ স্থানে।
মাত্র ১১ বছর বয়সী একটি ছেলে যখন ২৫ মিটার দূরে বর্ষা নিক্ষেপ করেছিল, তখনই সে বুঝিয়ে দিয়েছিল এই খেলাটা তার জন্যই। আজ সেই নীরজ চোপড়াই গোটা দেশের হার্ট থ্রব। কিন্তু আপাতত শরীর ভালো নেই নীরজের। এএনআই সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী হাই ফিভারে ভুগছেন তিনি। ইতিমধ্যেই চিকিৎসকদের পরামর্শ নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে নীরজের প্রায় ১০৩° ফারেনহাইট।
এই অসুস্থতার জন্য হরিয়ানার বিশেষ কর্মসূচিতেও যোগ দিতে পারলেন না তিনি। আজ হরিয়ানা সরকার অলিম্পিকে যাওয়া সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে সংবর্ধনার আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল নীরজেরও। তবে সেই অনুষ্ঠানে অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারলেন না তিনি। জানা গিয়েছে শুধু জ্বর নয় হালকা গলা ব্যথাও রয়েছে তার। যদিও আশার খবর হল চিকিৎসকরা জানিয়েছেন তার কোভিড রিপোর্ট নেগেটিভ।
চিকিৎসকদের মতে, অলিম্পিকের জন্য যে অমানবিক পরিশ্রম করেছেন নীরজ, তার কারণেই অসম্ভব ক্লান্ত হয়ে পড়েছে তার শরীর। আর তাই দেখা দিয়েছে জ্বরের উপসর্গ। আগামীকাল ‘রাষ্ট্রপতি ভবন’-এ অনুষ্ঠানে যোগ দেবেন অলিম্পিক খেলোয়াড়রা। এই কারণেই এখন তাদের রাখা হয়েছে অশোকা হোটেলে। সকলের আশা তাদের সঙ্গে যোগ দেবেন নীরজও। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার। চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছেন তিনি।