আজই বিয়ের পিঁড়িতে ওম-মিমি, ভাইরাল সঙ্গীত ও গায়ে হলুদের সব ছবি

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে জোর কদমে শুরু বিয়ের মরশুম। প্রায়দিনই সংবাদ শিরোনামে উঠে আসছে কোনো না কোনো তারকার বিয়ে (marriage)। সবে মাত্র কাল বিয়ের পিঁড়িতে বসেছেন গায়িকা ইমন চক্রবর্তী। আর আজ পালা মিমি দত্ত (mimi dutta) ও ওম সাহানির (om sahani)। তিন বছরের প্রেম সম্পর্ক পরিণতি পাচ্ছে বিয়েতে।

গতকাল মঙ্গলবার ছিল মিমি ও ওমের জমজমাট মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান। রঙবরঙের সাজে সেজে উঠেছিল অনুষ্ঠানের আসর। থিম মিলিয়ে এদিন দুজনেই সেজেছিলেন সবুজ রঙের পোশাকে। সাদা সবুজ লেহেঙ্গা চোলিতে পাওয়া গেল মিমিকে। অপরদিকে ওমের পরনে ছিল একই রঙের কুর্তা পাজামা ও বন্ধগলা।

মেহেন্দির পর ছিল সঙ্গীত অনুঠান। এদিন ব্রাইডসমেট হিসাবে উপস্থিত ছিলেন মিমির ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা, দেবমিতা দে, দেবপর্ণা পাল চৌধুরী, সন্দীপ্তা সেনরা। সঙ্গীতে গানের তালে নাচের পারফরম‍্যান্স করেন তাঁরাও। গোবিন্দার ‘কিসি ডিস্কো মে যায়ে’ গানের সঙ্গে নাচেন ওম মিমিও।

https://www.instagram.com/p/CKzSteJjtSO/?igshid=ll0myhs0o0ry

আজ ছিল মিমি ওমের গায়ে হলুদ অনুষ্ঠান। হলুদ শাড়ি, ফুলের গয়নায় সাজেন অভিনেত্রী। সঙ্গে মাথায় শোলার মুকুট। মিমির মাকে দেখা যায় মেয়েকে বরণ করতে। গোটা অনুষ্ঠানেই প্রিয় বান্ধবীর সঙ্গে ছিলেন সায়ন্তনী। তিনিও এদিন সাজেন কালো হলুদ শাড়িতে।

https://www.instagram.com/p/CK0U9WKMb70/?igshid=mmk81jl0391w

https://www.instagram.com/p/CKzOPk_rZuR/?igshid=1i5fmhoh86s0k

https://www.instagram.com/p/CK0btwILj6J/?igshid=l7eiift5qriu

আজ, বুধবারই বিয়ের পিঁড়িতে বসছেন ওম ও মিমি। সাবেকি বাঙালি রীতিতেই হবে বিয়ে। লাল বেনারসীতে সাজবেন মিমি। তবে খুব বেশি সংখ‍্যক অতিথি আমন্ত্রিত থাকছেন না বিয়েতে। শুধুমাত্র দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই হবে বিয়ে। তবে রিসেপশনের এখনো কোনো ঠিক হয়নি।

https://www.instagram.com/p/CK0xmJvHB9u/?igshid=1uhlr8huvoq31

Screenshot 2021 02 03 15 29 50 161 com.instagram.androidScreenshot 2021 02 03 15 33 55 477 com.instagram.android

এর আগেই রেজিস্ট্রি ম‍্যারেজ সেরে ফেলেছিলেন ওম মিমি। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি বিয়ে সারেন ওম মিমি। কেকের সামনে দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দেন। এদিন মিমির পরনে ছিল গোলাপি রঙের বেনারসী। সঙ্গে মানানসই সোনার গয়না ও হালকা মেক আপে সেজেছিলেন মিমি। পাশে ওমের পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর