বাংলাহান্ট ডেস্ক: গত ৩রা ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ওম সাহানি (om sahani) ও মিমি দত্ত (mimi dutta)। বিয়ের (marriage) পিঁড়িতে পরিণতি পায় দীর্ঘদিনের প্রেম। বাঙালি রীতিতে বৈদিক মতে বিয়ে সারেন দুজন। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল ওম মিমির বিশেষ এই দিনের ছবি (photo) ভিডিও।
কিছুদিন আগেই গিয়েছে ওম মিমির এক মাসের বিবাহবার্ষিকী। এবার বিয়ের পর প্রথম বার স্ত্রীকে রেঁধে খাওয়ালেন ওম। নিজে হাতে রান্না করে মিমিকে খাওয়াতে দেখা গেল ওমকে। আসলে স্টার জলসার জনপ্রিয় কুকারি শো ‘রান্নাবান্না’য় অতিথি হিসাবে আসতে চলেছেন ওম ও মিমি।
সেখানেই বিয়ের পর প্রথম বার খুন্তি হাতে নিতে দেখা যাবে ওমকে। রান্নাবান্নার হোলি স্পেশাল এপিসোডে এসে মাটন চিলি ফ্রাই রাঁধবেন ওম এবং মিমি রাঁধবেন কারি টমেটো রাইস। ওম মিমি জানান তাঁরা দুজনেই খুব খাদ্যরসিক। উপরন্তু রান্নাবান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেও ভালবাসেন তাঁরা।
ওম মিমির বিয়েতেও ছিল জিভে জল আনা খাবারের চমকদার মেনু। লাল টুকটুকে বেনারসী, গা ভর্তি সোনার গয়না পরে বিয়েতে বসেন মিমি। তবে হাতে ছিল চূড়া ও কলিরেও। ওম এসেছিলেন চোস্ত কুর্তায় সেজে, সঙ্গে মাথায় পাগড়ি। তবে বিয়েতে একেবারে বাঙালি রীতিতেই সাদা ধুতি মাথায় টোপর পরে বসেন ওম।
ওম মিমির বিয়ের জন্য স্বপ্নের মতো সেজে উঠেছিল ক্লাব ভার্দে ভিস্তা। মহিলা পুরোহিতই দেন বিয়ে। তবে কন্যাদান হয়নি মিমির। রবীন্দ্রসঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’র সুরে সম্পন্ন হয় ওম মিমির শুভ পরিণয়।
https://www.instagram.com/p/CMlkPPsBbzp/?igshid=6u92n2twtzy6
তারপর ছিল ভূরিভোজের পালা। স্টার্টারে ছিল মালাই টিক্কা কাবাব, ফিশ ওরলি, ক্রিস্পি চিলি পনির, ফিশ বাটার ফ্রাই, চিলি প্রন। এরপর পালা মেন কোর্সের। ভেজিটেবল জয়পুরি, মশালা কুলচা, ডাল মাখানি, বাটার নান, পিস পোলাও, গ্রিলড ফিশ ইন লেমন বাটার সস, মাটন রারার মতো জিভে জল আনা সব পদ। চকোলেট মন্টে কার্লো ও বেকড রসগোল্লা দিয়ে হয় মিষ্টিমুখ।