OMG! জঙ্গল ভ্রমণে আচমকাই পর্যটকদের সামনে উদয় হল বাঘ! Video viral

বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় জঙ্গল ভ্রমণের নানান ধরণের ভাইরাল ভিডিও (viral video) দেখা যায়। অনেকে সময় দেখা যায়, পর্যটকদের ক্যামেরা বন্দী হয়েছে এক ময়ূরের পেখম মেলে নৃত্য প্রদর্শনের ভিডিও, তো আবার কখনও জঙ্গলের মধ্যে হেঁটে চলা দুই বাঘের (tiger) মধ্যে হঠাৎ ফাইটিং-র ভিডিও। তবে বর্তমান দিনে এমন এক জঙ্গল সাফারির ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে বেশ কিছু নেটিজন ক্ষেপেও উঠেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যায়, কোন এক অভয়ারণ্যে বেশকিছু পর্যটক প্রকৃতি দর্শনের জন্য বেরিয়েছেন। সঙ্গে রয়েছে তাদের বেশ কয়েকটি গাড়িও। এরই মধ্যে কোথা এক বিশালাকার বাঘের উদয় হয়। আচমকাই লাফিয়ে জঙ্গল ছেড়ে রাস্তায় চলে আসে বাঘটি। বাঘের গর্জন শুনে প্রথমটায় কিছুটা ঘাবড়ে গেলেও, গাড়িতে উঠেই বাঘের ভিডিও তুলতে থাকেন পর্যটকরা। আর সেইসঙ্গে নিজেদের মধ্যে চিৎকার করতে শুরু করেছেন। তবে ভিডিওটি ঠিক কোথাকার, তা এখনও জানা যায়নি।

এই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, বেশ কয়েকজন নেটপাড়ার বাসিন্দারা সেখানে উপস্থিত পর্যটকদের নির্বুদ্ধিতার নিন্দা করেছেন। তারা বলেছেন, জঙ্গল সাফারির সময় পর্যটকদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। কেন তারা, জঙ্গলের মধ্যে নেমে ঘুরে বেড়াচ্ছিলেন?

বাঘটি তো যেমন কোন মুহূর্তে মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে পারত। বড় দুর্ঘটনাও ঘটতে পারত। পর্যটকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন। আইএফএস সুশান্ত নন্দা ভিডিও পোস্ট করে পর্যটকদের নিন্দা করে লেখেন, ‘এভাবে গাড়ি ছেড়ে বাঘের ভিডিও তোলা কোন বাহাদুরি নয়, একেবারে বোকামির লক্ষণ’।

Smita Hari

সম্পর্কিত খবর