চোখ রাঙাচ্ছে ওমিক্রন, একলাফেই কলকাতায় সংক্রমণ দ্বিগুণ, ফের লকডাউনের ভ্রূকুটি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, লকডাউন পর্ব পার করে কিছুটা স্বাভাবিকের দিকে এগোচ্ছিল মানুষজন। আবার যেন প্রাণ ফিরে পাচ্ছিল এই পৃথিবী। কিন্তু এরই মাঝে আবার হানা দিল ওমিক্রন (omicron) আতঙ্ক। ধীরে ধীরে তা আবার প্রবেশ করল ভারতেও। এমনকি কলকাতাতেও (kolkata) নিজের বেশ শক্ত ঘাঁটি তৈরি করতে শুরু করে দিয়েছে ওমিক্রন। উত্তরোত্তর বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘন্টায় কলকাতায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছে। অন্যদিকে করোনার দাপট দিল্লী, মুম্বইতে বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ভারতের চার মেট্রো শহরের মধ্যে কলকাতা, মুম্বই, দিল্লীতে লাগাতার বেড়েই চলেছে করোনা সংক্রমণের মাত্রা। এইভাবে ক্রমশ সংক্রমণের মাত্রা বাড়তে থাকলে, আবারও লকডাউনের দিকেই এগিয়ে যাবে দেশ।

গত ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমিত মানুষের সংখ্যা ১০৯০ জন হতেই ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, উড়ান পরিষেবা এবং লোকাল ট্রেনের কারণেই দ্রুত হারে বাড়ছে সংক্রমণের মাত্রা। পাশাপাশি আশঙ্কা বাড়াচ্ছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লী, কর্ণাটক, গুজরাটের পরিস্থিতি নিয়েও।

জানা গিয়েছে, মুম্বাইয়ে সংক্রমণ দৈনিক প্রায় ৪৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে ৩৬৭১ জন সংক্রমিত হয়েছেন। অন্যদিকে দিল্লীতেও বাড়ছে ৪২ শতাংশ। ১৩১৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়াও শুরু করে দিয়েছে দিল্লী সরকার।

সম্পর্কিত খবর

X