বাংলায় ঢুকল ওমিক্রন, সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন রূপ

বাংলা হান্ট ডেস্কঃ করোনা জন্মের পর থেকেই একের পর এক রূপ পাল্টে চলেছে। এবার নতুন রূপ ওমিক্রন নিয়ে প্রকাশ্যে এসেছে মারক এই ভাইরাস। করোনার নতুন রূপ নিয়ে গোটা বিশ্ব এবং ভারতে চরম সতর্কতাও জারি রয়েছে। ভারতের ইতিমধ্যে কয়েকজনের শরীরে পাওয়া গিয়েছে ওমিক্রন। বিগত কয়েকদিন ধরে বাংলা অছ্যুত থাকলেও, এবার পশ্চিমবঙ্গেও মিলল করোনার নতুন রূপ।

বাংলায় করোনা আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের ৭ বছরের এক শিশু। দিন কয়েক আগে সে আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে এসেছিল বলে জানা গিয়েছে। প্রথম ওমিক্রন রোগীর খোঁজ মেলার পর আতঙ্ক ছড়াল বাংলাতেও। জানা গিয়েছে যে, ওমিক্রনে আক্রান্ত ওই শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। সে এখন মালদহের কালিয়াচকে রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, করোনার নতুন রূপ ওমিক্রনে এখনও পর্যন্ত একজন রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই রোগী ব্রিটেনের বাসিন্দা। এবং তাঁর মৃত্যু ব্রিটেনেই হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রনে এক রোগীর মারা যাওয়ার খবরের কথা স্বীকারও করেছেন। তবে এখনই ব্রিটেনে লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী জনসন।

Koushik Dutta

সম্পর্কিত খবর