INDIA জোটে ফাটল? শরিকদের সিদ্ধান্ত মানতে নারাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী! গাইলেন উল্টো সুর

বাংলা হান্ট ডেস্ক: আবারও বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সম্প্রতি ১৪ জন সংবাদ উপস্থাপককে বয়কট করেছে ইন্ডিয়া জোট (India Alliance)। তাঁদের কোনও শো-তে ইন্ডিয়া জোটের কোনও প্রতিনিধি যাবেন না বলে ঠিক হয়েছে। কিন্তু এই নিয়ে এবার মুখ খুললেন ইন্ডিয়া জোটেরই এক শরিক নীতীশ কুমার। বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে তাঁর তেমন কিছু জানা নেই। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। আমি সাংবাদিকদের পাশে রয়েছি। হয়তো ইন্ডিয়া জোটের কিছু সদস্যের এটা মনে হয়েছে।’

সংবাদ সংস্থা এএনআই-এর পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ইন্ডিয়া জোটের এই সাংবাদিক বয়কট নিয়ে তাঁর কী মত? উত্তরে নীতীশ কুমার বলেন, ‘আমার এ নিয়ে কোনও মতামত নেই। আমি সাংবাদিকদের (Journalists) পাশে রয়েছি। সকলেরই স্বাধীনতা রয়েছে। সাংবাদিকদের যেটা ইচ্ছা তাঁরা সেটাই লিখবেন। তাঁদের কি এভাবে নিয়ন্ত্রণ করা যায়? এটা কি আমি কোনওদিন করেছি? তাঁদের একটা অধিকার রয়েছে। আমি কারওর বিরুদ্ধে নই। বর্তমানে যারা কেন্দ্রে রয়েছে তাঁরা কিছু মানুষকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে‌। যারা আমাদের সঙ্গে রয়েছে তারা অবশ্যই বুঝবেন যে কিছু একটা আছে। তবে আমি কারওর বিরুদ্ধে নই। যদি সাংবাদিকদের পুরো স্বাধীনতা থাকে তবে তাঁদের যেটা পছন্দ সেটাই করুন। প্রত্যেকের নিজের অধিকার রয়েছে।’

nitish kumar

উল্লেখ্য, এর থেকেই পরিষ্কার যে নীতীশ কুমার এই সাংবাদিক বয়কটের সিদ্ধান্ত মানেন না। যার ফলে ইন্ডিয়া জোটের মতানৈক্য ফের সামনে চলে এল।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সমন্বয় বৈঠকে ১৪ জন টিভি উপস্থাপককে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা হলেন- রিপাবলিক টিভির অর্ণব গোস্বামী, টাইমস নাও নবভারতের নাভিকা কুমার, সুশান্ত সিনহা, আজ তকের সুধীর চৌধুরী ও চিত্রা ত্রিপাঠী, নিউজ ১৮ নেটওয়ার্কের আমন চোপড়া, আমিশ দেবগন, আনন্দ নরসিংহ, ভারত ২৪-এর রুবিকা লিয়াকাত, ইন্ডিয়া টুডের গৌরব সাওয়ান্ত ও শিব আরুর, ইন্ডিয়া টিভির প্রাচী পরাশর, ভারত এক্সপ্রেসের অদিতি ত্যাগী এবং ডিডি নিউজের অশোক শ্রীবাস্তব।


Avatar
Monojit

সম্পর্কিত খবর