ফের কঠোর সিদ্ধান্ত নিল RBI, এই তিন ব্যাঙ্কের উপরে নেমে এল শাস্তির খাঁড়া! আপনার অ্যাকাউন্ট আছে?

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) সোমবার গুজরাটের তিনটি সমবায় ব্যাঙ্কের (Bank) উপর জরিমানা আরোপ করেছে। যে ব্যাঙ্কগুলিকে জরিমানা করা হয়েছে তার মধ্যে রয়েছে কো-অপারেটিভ ব্যাঙ্ক অফ রাজকোট লিমিটেড, গান্ধীধাম মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এবং মেঘরাজ নাগরিক সহকারী ব্যাঙ্ক লিমিটেড।

জানা গিয়েছে, রাজকোটের কো-অপারেটিভ ব্যাঙ্ককে সর্বোচ্চ 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।বাকি দুই ব্যাঙ্ককে 25,000 টাকা (মেঘরাজ নাগরিক) এবং 50000 টাকা (গান্ধীধাম মার্কেন্টাইল) জরিমানা করা হয়েছে। রাজকোটের কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে আরবিআইয়ের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

সূত্রের খবর, বিশেষ ফান্ডে দশ বছরের বেশী সময় ধরে টাকা জমা না দেওয়ার উপর ভিত্তি করে, ব্যাঙ্ক-কে একটি নোটিশ জারি করা হয়েছিল যাতে কারণ দর্শানোর পরামর্শ দেওয়া হয়। ব্যাঙ্কের উত্তর বিবেচনা করার পর, ব্যাঙ্ক নিয়ন্ত্রক এই সিদ্ধান্তে উপনীত হয় যে ব্যাঙ্কের উপর আর্থিক জরিমানা আরোপ করা উচিত।

Bank

কচ্ছের গান্ধীধাম মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে, আরবিআই দেখতে পেয়েছে যে ব্যাঙ্কটি এমন একটি ঋণ অনুমোদন করেছে যাতে ব্যাঙ্কের ম্যানেজারের একজন আত্মীয়ের ঋণ বাকি ছিল এবং তার এক আত্মীয় গ্যারান্টার ছিলেন। তৃতীয় ব্যাংক মেঘরাজ নাগরিকের ক্ষেত্রেও একই ধরনের লঙ্ঘনের ঘটনা পাওয়া গেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর