শীতকালে লাগান এই ছোট্ট রুম হিটার, গরম হয়ে যাবে পুরো রুম, দাম মাত্র ৬০০ টাকা

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই জাঁকিয়ে শীত পড়বে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মোটামুটি ঠান্ডা পড়েছে। সকাল এবং রাতের দিতে পরতে হচ্ছে শীতবস্ত্র। আর শীত মানেই ঘর গরম রাখার ব্যবস্থা করা। তার জন্য প্রয়োজন রুম হিটার।

এই পরিস্থিতিতে আমরা আপনাকে এমন একটি সস্তা রুম হিটারের সন্ধান দিতে চলেছি যেটিকে আপনি ছোট জায়গার জন্য ব্যবহার করতে পারবেন। এমনকি, খুব সহজেই এটিকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যেতে পারবেন। যে কোন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে সহজেই কিনতে পারেন এই হিটারগুলি।

যদিও ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে অনেক রকমেই হিটার পাওয়া যায়, তবে এক্ষেত্রে হিটারগুলি অন্য যে কোন হিটারের থেকে অনেক বেশী সাশ্রয়ী। শুধু তাই নয়, হিটারগুলি পোর্টেবল হওয়ার জন্য আমজনতার কাছে এগুলির চাহিদাও যথেষ্টই বেশি। আসুন, এর দাম এবং অন্যান্য বিবরণ সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক।

পোর্টেবল রুম হিটারের দাম কত?

ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে নজর রাখলেই আপনি বিভিন্ন ধরনের পোর্টেবল রুম হিটার দেখতে পাবেন। সাধারণত পোর্টেবল রুম হিটারের দাম 599 টাকা (Indian Rupees) থেকে শুরু। বেলুক্সা ব্র্যান্ডের হিটার অ্যামাজনে এই দামে পাওয়া যাচ্ছে। বেডরুম, অফিস এমনকি বাথরুমেও ব্যবহার করতে পারেন এই হিটার। আপনি অন্দর মহলের ব্যবহারের জন্যও এটি কিনতে পারেন।Portable room heater

এর বিশেষ বৈশিষ্ট্য কি?

অ্যামাজনে উল্লিখিত পণ্যের বিবরণ অনুসারে, ডিভাইসটির ওজন প্রায় 400 গ্রাম। পোর্টেবল রুম হিটারে লাল রঙের পাওয়ার অন-অফ বাটন দেওয়া হয়েছে। এতে আপনি স্পিড এবং সময় সেট করার সুবিধাও পাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর