বাংলাহান্ট ডেস্ক : ডিসেম্বর মাসে কিছু একটা হতে চলেছে। এই নিয়ে অনেক আগেই মুখ খুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একটি সভা মঞ্চ থেকে তিনি দাবি করেন ডিসেম্বরে অনেক কিছু সামনে আসতে চলেছে। শুভেন্দুর এই ‘ডিসেম্বর’ বক্তব্যকে নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত তখনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটাক্ষ করে ফেসবুকে একটি পোস্ট করলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি।
একটি ফেসবুক পোস্ট করে তিনি লিখেছেন, “১২ তারিখ বিয়ে বাড়ি, ১৪ তারিখ বৌভাত, আর ২১ তারিখ হানিমুন।” রাজনৈতিক মহলের মত, শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতেই এই পোস্ট করেছেন সুপ্রকাশ। তবে তৃণমূলের কটাক্ষকে বিশেষ পাত্তা দিচ্ছে না গেরুয়া শিবির। ডিসেম্বর মাস নিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিজেপি।
পূর্ব মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি অসীম মিশ্র সুপ্রকাশকে পাল্টা কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “বিয়ে বাড়িটা হল জেরা। ওটা হবে পুলিশের কাছে। বৌভাত হল কোর্টে পেশ করা। জেরার পর জেল হেফাজত হল হানিমুন। যেগুলো হবে সিবিআই- ইডির কাছে।”
তবে শুভেন্দুর উল্লেখ করা ডিসেম্বরের তিনটি তারিখ জল্পনা কিন্তু জিইয়ে রয়েছে। বিজেপিকে নিশানা করে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেছেন, ওই তিনটি তারিখে যদি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কোনও তৎপরতা দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে কেন্দ্রীয় সরকারের আদেশেই ওই সংস্থাগুলি চালিত হচ্ছে। এছাড়াও কুণাল ঘোষ বিরোধী দলনেতাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত বলেও কটাক্ষ করেছেন এদিন।