আচমকাই ভোলবদল! নিজেকে স্বচ্ছ প্রমাণে হিন্দুদের দীপাবলির শুভেচ্ছা পাকিস্তানি প্রধানমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) সাথে প্রায়শই ঝামেলায় জড়িয়ে থাকে পাকিস্তান (Pakistan)। সম্পূর্ণ ইসলামিক এই দেশে হিন্দুদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ পায় সর্বদা। জোর করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করে ইসলাম ধর্ম নিতে বাধ্য করা হয়। সেই দেশের প্রধানমন্ত্রীই সারা বিশ্বের হিন্দুদের উদ্দেশ্য করে দীপাবলির শুভেচ্ছা জানালেন। হঠাৎ কেন তার এত হিন্দু প্রীতি উছলে উঠলো সেই নিয়ে প্রশ্ন তুলেছে ভারতবাসী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে সৌদি আরব সফরে আছেন। সফর চলাকালী নিয়ে তিনি টুইট করে শুভেচ্ছা জানান। তার এই কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানিয়েছেন , “পাক প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নিজের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তি তৈরি করতে। পাকিস্তানের ধর্মবিদ্বেষ এর যে বদনাম রয়েছে সেই বদনাম দূর করার চেষ্টা করছে তারা।”

বর্তমানে দু’দিনের জন্য সৌদি আরব সফরে আছেন তিনি। সেখান থেকেই তিনি টুইট করেন, “আজ দীপাবলিতে পাকিস্তান ও সারা বিশ্বের সমগ্র হিন্দু সম্প্রদায়কে আমার তরফ থেকে জানাই দীপাবলীর আন্তরিক শুভেচ্ছা। এই দীপাবলির বিশেষ দিন সব মানুষের জীবনে অনেক আলো, সুখ এবং শান্তি আসুক।” প্রসঙ্গত পাকিস্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু। সারা পাকিস্তানের শুধুমাত্র সিন্ধু প্রদেশ অঞ্চলে হিন্দু সম্প্রদায় ভুক্ত মানুষের বাস এবং তাদের সংখ্যা মাত্র ৭৫ লক্ষ।

https://twitter.com/CMShehbaz/status/1584410854485012480?s=20&t=QJ95gZNyOnK5TrvL8_O0EQ

প্রায়শই হিন্দু বিদ্বেষের ঘটনা ঘটতে দেখা যায় পাকিস্তানে। কখনো হিন্দু মেয়েদের জোর করে অপহরণ করে নির্যাতন করা হয় তো কখনো আবার হিন্দু পুরুষদের ধরে নিয়ে গিয়ে জোর করে মুসলিম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়। এই ধরনের অত্যাচারের অভিযোগ ক্রমাগত আসতে থাকলেও প্রশাসনও হাত-পা গুটিয়ে বসে থাকে। এমন অবস্থায় ভারতের সাথে তথা হিন্দু সম্প্রদায়ের সাথে পুনরায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ইচ্ছায় তিনি এই টুইট করেছেন বলে দাবি বিশেষজ্ঞদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর