স্বাধীনতা দিবসে চলল ডিজে বাজিয়ে উদ্দাম নাচ-গান, পাশে অর্ধনমিত জাতীয় পতাকা! প্রশ্নের মুখে তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ সূর্যাস্তের পর অর্ধনমিত জাতীয় পতাকা, শিল্পী এনে রীতিমত নাচ গানের আসরে মাতলেন এলাকাবাসী। আর এই সমস্ত আয়োজনটাই করেছিলেন ভাঙড়ের (bhangar) কাঠালিয়া গ্রামের তৃণমূল নেতা মোদাদসের হোসেন। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল স্বাধীনতা দিবসে।

পূর্বেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে সংবাদ শিরোনামে এসেছিলেন তৃণমূল নেতা মোদাদসের হোসেন। তবে এবারে স্বাধীনতা দিবসে একে তো পতাকা নামিয়ে সেখানেই জলসায় আয়োজন করা এবং অন্যদিকে করোনা আবহে বিধিনিষেধের তোয়াক্কা না করেই এই অনুষ্ঠানের ব্যবস্থা করার কারণে, আবারও বিতর্কে জড়ালেন তিনি।

tmc flag

অভিযোগ উঠেছে, অন্যান্য জায়গার মত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রবিবার ভাঙড়ের কাঠালিয়াতে জাতীয় পতাকা উত্তোলন এবং স্থানীয় নেতাদের ভাষণের আয়োজন করা হয়েছিল সকালে। আর সন্ধ্যে গড়াতেই সেখানে বসল জলসার আসর। ডিজে বাজিয়ে, শিল্পীর গানের তালে তালে স্টেজের সামনে হুমড়ি খেয়ে পড়ে গোটা গ্রাম।

এই জমজমাটি আসরে না তো কোন দেশাত্মবোধক গান শোনা গিয়েছিল, দর্শকদের অনুরোধের গানই শোনা গেল শিল্পীর গলায়। আর সেই আসরে কারোর মুখেই মাস্কের কোন বালাই ছিল না, ছিল না দূরত্ব বিধির কোন গণ্ডি। নিয়ন আলোতে দুহাত তুলে উদ্দাম নাচ গানে মত্ত ছিল সেখানকার যুবক যুবতীরা।

এই ঘটনায় অভিযোগ উঠেছে, গোটা ঘটনার আয়োজন করে মঞ্চের পাশেই বসে ছিলেন তৃণমূল নেতা মোদাদসের হোসেন। কিন্তু সামাজিক দূরত্ব বিধি এবং জাতীয় পতাকার অর্ধনমনের বিষয়ে কোন কিছুই বলতে দেখা যায়নি তাঁকে। যার কারণে আবারও বিতর্কে জড়ান তিনি।

এই ঘটনায় অভিযুক্ত মোদ্দাসেসর হোসেন জানিয়েছেন, ‘ক্লাবের ছেলেরাই এই অনুষ্ঠানের আয়োজন করেছিল, আমি এবিষয়ে কিছু বলব না’। অন্যদিকে এবিষয়ে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি মণ্ডল সভাপতি পরিতোষ মণ্ডল বলেন, ‘স্বাধীনতা দিবস উদযাপন করে আনন্দ করা ভালো, কিন্তু শালীনতার মাত্রা ছাড়ানো ঠিক নয়। কিন্তু জাতীয় পতাকা কেন অর্ধনমিত ছিল, তা বুঝতে পারলাম না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর