ব্যবহার করা যাবে না এই ধরণের জাতীয় পতাকা, স্বাধীনতা দিবসের আগেই বড় পদক্ষেপ নিল ভারত সরকার

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবস (independence day) আসার আগেই, এক বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। আর মাত্র কদিন পরই আসতে চলেছে ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দেশকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করিয়েছিলেন বীর শহীদরা। প্রতি বছর এই দিনে গোটা ভারত জুড়ে মহা সমারোহে পালিত হয় স্বাধীনতা দিবস। এমনকি বহির্বিশ্বে থাকা ভারতীয় নাগরিকরাও, এই দিনটিতে নিজের অন্তরের দেশাত্মবোধ জাগিয়ে তোলেন, পালন করে স্বাধীনতা দিবস।

তবে এবারের স্বাধীনতা দিবস আসার আগেই এক বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা (national flag) ব্যবহারে জারী করল নিষেধাজ্ঞা। স্বাধীনতা দিবসের আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হল, ব্যবহার করা যাবে না প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা।

national flag

চিঠিতে উল্লেখ করা হল, ‘সর্বজনীন স্নেহ, শ্রদ্ধা এবং আনুগত্য রয়েছে জাতীয় পতাকার উপর। কিন্তু তা সত্ত্বেও জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য আইন, চর্চা ও রীতি অনুসরণের প্রতি বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ- সকলের মধ্যেই কেমন একটা অসচেতনা লক্ষ্য করা যায়’।

তবে প্লাস্টিকের তৈরি পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে জানানো হয়েছে, অনেক সময় দেখা যায়, স্বাধীনতা দিবসের পর ব্যবহৃত পতাকা সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। অনেক সময়ই তা ডাস্টবিনে কিংবা নর্দমায় পড়ে থাকতে দেখা যায়। যদিও এসমস্ত করা ঠিক নয়। তবে এসবের ফলে, কাগজের মত প্ল্যাস্টিক তো আর বায়ো-ডিগ্রেডেবল নয়, সেই কারণে অনেক দিন পরও তাতে পচন ধরে না। আর যা থেকে অনেক রকম সমস্যা তৈরি হয়।

চিঠিতে অনুরোধ করা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ জাতীয়, সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে ”ফ্ল্যাগ কোড অব ইন্ডিয়া ২০০২” অনুসারে কাগজের তৈরি জাতীয় পতাকাই যেন ব্যবহার করেন সকলে। আর সেই পতাকা ব্যবহারের পর যেন তা মাটিতে না ফেলা হয়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর