‘এবার মজা বুঝিয়ে দেব”, সুদীপ্ত সেনের চিঠি নিয়ে CBI তদন্তকে স্বাগত জানিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্ক : সারদা কর্তা সুদীপ্ত সেনের কাঁথি পুরসভা নিয়ে লেখা বিতর্কিত চিঠির সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। সারদা কর্তা সুদীপ্ত সেন এই চিঠিটি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কিছু কথা লিখেছিলেন। তৃণমূল নেতা কুনাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী নগর দায়রা আদালতে পিটিশন করেন সারদা কর্তার লেখা চিঠির তদন্তের জন্য।

বেশ কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন ওই চিঠি জোরপূর্বক সুদীপ্ত সেনকে দিয়ে লেখানো হয়েছিল। বুধবার আদালত এই চিঠি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আদালতের রায়ের পর শুভেন্দুর বক্তব্য, “সুবিধা হয়ে গেল আমার কাজের। এবার প্রমাণিত হয়ে যাবে ওই চিঠিটা কাকে দিয়ে লেখানো হয়েছিল। আমি সেটাই চেয়েছিলাম। মজাটা বুঝিয়ে দেব আমি।”

আদালতে নির্দেশের পর কুনালের বক্তব্য,”ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে সুদীপ্ত সেন কাঁথি পুরসভাকে ব্যাংক ড্রাফট দিয়েছিলেন। অন্যদিকে যথেষ্ট প্রভাবশালী শুভেন্দু। শুধু বিরোধী দলনেতাই নন, উনি আগাম বলে দিতে পারেন কার বাড়িতে কবে সিবিআই যাবে। আগে সাংসদ ছিলেন, এখন কেন্দ্রের শাসক দলের নেতা, তাই প্রভাব খাটাতে পারেন তদন্তে। আমাদের দাবি, রাজ্য পুলিশ যদি শুভেন্দুকে গ্রেফতার করে তাহলে সুষ্ঠুভাবে তদন্ত চালানো যাবে।”

অন্যদিকে শুভেন্দু অধিকারীও আক্রমণ করেন কুনাল ঘোষকে। নাম উল্লেখ না করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিরোধী দলনেতা জানিয়েছেন, “খুবই সুন্দর। আমি যাকে সাড়ে তিন বছর জেল খাটা নর্দমার কীট বলি, সে লিখিয়েছে চিঠিটা। সিবিআইকে আমি আগেই চিঠি দিয়ে জানিয়েছিলাম এটা উদ্দেশ্যমূলক অভিসন্ধি।”

suvendu kunal

প্রসঙ্গত, সারদা কর্তা সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিজনার্স পিটিশনে ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে চিঠি দিয়ে নানান অভিযোগ তুলেছিলেন। চিঠিতে তিনি বিস্তারিত ভাবে লেখেন কিভাবে কত টাকা আয় করেছিলেন। চিঠিতে সুদীপ্ত লেখেন কাঁথি এলাকায় বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভাকে পঞ্চাশ লক্ষ টাকা দিলেও প্ল্যান পাশ করানো হয়নি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর