মোহনবাগান দিবসে নিউইয়র্কের টাইমস স্কোয়্যারের ন্যাশডাক বিলবোর্ডে ফুটে উঠল সবুজ-মেরুন রং, উচ্ছ্বসিত সমর্থকরা।

আজ 29 শে জুলাই মোহনবাগান দিবস! বাংলা তথা ভারতের কাছে এই মোহনবাগান ফুটবল ক্লাব এক গর্বের ক্লাব। নানান ইতিহাসের সাক্ষী রয়েছে এই মোহনবাগান ফুটবল ক্লাব। 1911 সালে ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে ফুটবল ম্যাচে জয় লাভ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই মোহনবাগান ফুটবল ক্লাব। মোহনবাগান ফুটবল ক্লাবের সেই অমর একাদশ আজও প্রতিটা ফুটবলপ্রেমী ভারতবাসীর মনে গেঁথে রয়েছে। সেই অমর একাদশের প্রতিটি ফুটবলারদের আজকের দিনেই “মোহনবাগান রত্ন” পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল মোহনবাগান ফুটবল ক্লাবের পক্ষ থেকে।

IMG 20200729 WA0003

মোহনবাগান সমর্থকদের কাছে 1911 সালের 29 শে জুলাই দিনটি স্বাধীনতা সংগ্রামের থেকে কোন অংশে কম ছিল না। আর তাই প্রত্যেক বছর এই দিনটিতে পালন করা হয় “মোহনবাগান দিবস”, সেই অমর একাদশকে সম্মান জানানো হয়। এই আজকের দিনে প্রত্যেক বছর মোহনবাগান ক্লাব তাঁবুতে বড় করে অনুষ্ঠান পালন করা হয়। বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয় কিংবদন্তি ক্রীড়াবিদদের। তবে এই বছর বিশ্বজুড়ে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়াই এই অনুষ্ঠান করতে পারছেনা মোহনবাগান ক্লাব কর্তারা। তবে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে মোহনবাগান ক্লাবের তরফে।

IMG 20200729 WA0001

মোহনবাগান ক্লাব কর্তারা আজকের দিনটি ভার্চুয়ালি ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজকের দিনটি শুধু ভারতবর্ষেই পালন করা হচ্ছে না, সুদূর মার্কিন মুলুকেও আজকের এই দিনটিকে সম্মান জানানো হচ্ছে। ঘড়ির কাটায় ভারতীয় সময় ঠিক রাত বারোটায় নিউ ইয়র্কের বিখ্যাত বিখ্যাত টাইম স্কোয়ারের ন্যাশডাক ভেসে উঠল মোহনবাগানের সবুজ মেরুন রং। বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠলো মোহনবাগানের পালতোলা নৌকা এবং সবুজ মেরুন রং। বিশ্বাস না হলেও এটাই সত্যি। সুদূর মার্কিন মুলুকেও শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের এই গৌরবময় উত্থানকে সম্মান জানানো হল অভিনব ভাবে। এমন দৃশ্য সত্যিই পুরো ভারতবাসীর কাছে গর্বের। এমন দৃশ্য ক্লাবের গৌরবময় ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর