বাংলাহান্ট ডেস্ক : কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠির বিষয় নিয়ে সিবিআই (Central Bureau of Investigation) এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সুপ্রিম কোর্ট আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের রায় এর উপর। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Ganguly) রায় দেন যে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। তৃণমূল সাংসদ কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। সেখানেই কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করা হল।
নিয়োগ দুর্নীতি কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। কিন্তু কুন্তল বহুবার সাংবাদিকদের সামনে বলেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে চাপ দিচ্ছে অভিষেকের নাম বলার জন্য। কুন্তল এই বিষয়ে জেল থেকে একটি চিঠিও দেন নিম্ন আদালতের বিচারপতিকে।
চিঠিতে কুন্তল অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তাকে অভিষেকের নাম বলার জন্য তাকে চাপ দিচ্ছেন। প্রেসিডেন্সি জেলের সুপার এর মাধ্যমে এই অভিযোগ পাঠানো হয়েছিল হেস্টিংস থানায়। কুন্তল সেখানে পুলিশি হস্তক্ষেপের আবেদন জানান। ইডি কুন্তলের এই বিষয়টি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তোলে।
হাই কোর্টের পর্যবেক্ষণ, ওই সভায় অভিষেকের মন্তব্যের সঙ্গে কুন্তলের চিঠির কোথায় সাযুজ্য রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করার অনুমতি দেন। তবে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অভিষেকের যে স্বস্তি মিলল তা বলাই বাহুল্য।