কোহলির ৭১তম শতরানের বিষয়ে ভুলভাল মন্তব্য করে পাকিস্তানি সঞ্চালকের কাছেই ট্রোলড হলেন রামিজ রাজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক অতীতে একাধিকবার ভারতীয় ক্রিকেট সম্পর্কে নানান রকম মন্তব্য করে শিরোনামে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা। সম্প্রতি তিনি ফের এমন একটি মন্তব্য করেছেন। এবার তার আক্রমণের নিশানা ছিল বিরাট কোহলির ৭১ তম শতরান। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের শেষ এবং গুরুত্বহীন ম্যাচে বিরাট কোহলি একটি দুর্দান্ত শতরান করেছিলেন যা ছিল তার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম শতরান।

পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রামিজ রাজা বলেছিলেন যে আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে বিরাট কোহলি যখন নিজের ৭১তম শতরানটি করলেন, তখন ভারতীয় সর্মথকরা ভারত চেয়ে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারিনি সেই দুঃখ ভুলে গিয়ে মন খোলা উচ্ছ্বাসে তাকে বরণ করে নেন। কিন্তু সাম্প্রতিক অতীতে বাবর আজম যখন ঘরের মাটিতে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন বর আজম একটি শতরান করলেন তখন তার প্রশংসা না করে বাবরের স্ট্রাইক-রেট নিয়ে বেশি আলোচনা করা হলো।

   

kohli babar

রামিজ রাজার এই বক্তব্যের জবাবে যখন পাকিস্তানের ওই সংবাদমাধ্যমের সঞ্চালক জানান যে বিরাট কোহলির শতরান অভাবে উদযাপিত হয়েছে কারণ তিন বছর পর কোন ফরম্যাটে শতরান পেয়েছিলেন কোহলি, তখন রাজা পাল্টা আক্রমণ করে বলেন যে তাতে কিছু যায় আসে না আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে শতরান, তাও চারটে ক্যাচ পড়ার পর, খুব একটা বড় কোনও ব্যাপার নয়।

তখন সেই সঞ্চালক ক্যাচ ফেলার ঘটনাটিকে ব্যঙ্গ করে ‘কুদরত কা নিজাম’ অর্থাৎ ‘স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা’ বলে উল্লেখ করেন। সাম্প্রতিক অতীতে ইংল্যান্ড যখন পাকিস্তানের মাটিতে এসে বাবর আজমদের ৪-৩ সিরিজে পরাস্ত করে ফিরেছিল তখন পাকিস্তান কোচ এবং প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সাকলাইন মুস্তাক ব্যাপারটিকে ‘কুদরত কা নিজাম’ বলে মন্তব্য করেছিলেন এবং তখন তার এই বক্তব্যের প্রতিবাদ করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউই। পাকিস্তানি সঞ্চালক হালকা খোঁচা দিয়েছেন বিসিবি প্রধানকে।

এইমুহূর্তে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। দেশের প্রথম ম্যাচ দুটি জিতলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয়েছে তাদের। ব্যাটারদের স্ট্রাইক রেট সত্যিই এখনো চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট প্রেমীদের কাছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর